টুকরো খবর |
অপহরণের পর ওড়িশায় গণধর্ষণ যুবতীকে
নিজস্ব সংবাদদাতা • ব্রহ্মপুর (ওড়িশা) |
অপহরণের পর এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। গঞ্জাম জেলার ব্রহ্মপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক। পুলিশ জানায়, অভিযোগকারিণী বছর আঠাশের যুবতী কন্ধমাল জেলার মিনঝাপাঁকা গ্রামের বাসিন্দা। চেন্নাইয়ের একটি মিশনারি স্কুলে তিনি কাজ করেন। দিন দশেক আগে ফোনে তাঁকে জানানো হয়, তাঁর মা গুরুতর অসুস্থ। খবর পেয়েই রওনা দেন ওই যুবতী। ৫ জুলাই ব্রহ্মপুর স্টেশনে পৌঁছনোর পরই দূরসম্পর্কের দুই ভাই এবং আরও একজন তাঁকে অপহরণ করে বলে অভিযোগ। একটি ঘরে আটকে রেখে সপ্তাহখানেক ধরে তিনজন তাঁকে যৌন নিগ্রহ করে। শাসানির পর ছেড়ে দিলে পুলিশের কাছে অভিযোগ করেন যুবতী। তদন্তকারীরা জানিয়েছেন, জ্যোতিন্দ্র শোভাসুন্দর এবং টুকুনা শোভাসুন্দর নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু’জনের বাবা কয়েক মাস আগে খুন হন। ওই ঘটনায় অভিযোগকারিণীর ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়। |
পশ্চিমবঙ্গের ভোটে বাহিনী পাঠাল না ত্রিপুরাও
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
বিহারের পর এ বার পশ্চিমবঙ্গকে বাহিনী দিল না ত্রিপুরা।
দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে পাহারা দিতে রওনা হলেও, স্টেশন থেকে ফিরে যায় বিহার মিলিটারি পুলিশের জওয়ানরা। এ বার প্রশাসনিক নির্দেশে স্থগিত রাখা হল পশ্চিমবঙ্গের ভোটে ত্রিপুরার টিএসআর বাহিনীর জওয়ানদের পাঠানোর প্রক্রিয়াও।
সরকারি সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের পাহারায় ইতিমধ্যেই ত্রিপুরা থেকে পাঁচ কোম্পানি টিএসআর বাহিনী পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গে। আজ আরও পাঁচ কোম্পানি জওয়ানের রওনা হওয়ার কথা ছিল।
কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনিক নির্দেশে তা স্থগিত হয়ে যায়। রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তা নেপালচন্দ্র দাস বলেন, “বিশেষ কিছু কারণে ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।” তবে, তার কারণ ব্যাখ্যা করতে তিনি রাজি হননি। এ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্য থেকে নিরাপত্তাবাহিনী পাঠানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের নির্দেশ পাওয়ার পর পশ্চিমবঙ্গে টিএসআর বাহিনী পাঠানোর তোড়জোড় শুরু হয়েছিল। পাঁচ কোম্পানি পাঠানো হলেও, আজ তা স্থগিত করে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে ধোঁয়াশা রইল।
পুরনো খবর: নীতীশের সম্মতি মেলেনি, ক্যাম্পে ফিরল বিএমপি
|
অগস্টের শুরুতে বসবে সংসদের বাদল অধিবেশন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অগস্ট মাসের গোড়ায় সংসদের বাদল অধিবেশন ডাকতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদ বিষয়ক কমিটির বৈঠকে সোমবার সিদ্ধান্ত হয়েছে, ৫ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। অনেকের মতে, অধিবেশন এ বারও কতটা সুষ্ঠু ভাবে হবে তা নিয়ে সংশয় রয়েছে বিস্তর। কারণ, লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক হচ্ছেন বিরোধীরা। সংসদের এই অধিবেশনে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হওয়ার জন্য তাঁরা প্রস্তুত হয়ে রয়েছেন। আর কেন্দ্রের উদ্বেগ রয়েছে খাদ্য সুরক্ষা বিলটি নিয়ে। বিলটি নিয়ে ইতিমধ্যেই অর্ডিন্যান্স জারি করেছে সরকার। সংসদে তা পাশ করাতেই হবে। নইলে অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে। খাদ্য সুরক্ষা বিল পাশ হলে, সরকার জমি বিল পাশ করানোরও চেষ্টা করবে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ সোমবার বলেন, “সংসদ চললে এ যাত্রায় জমি বিল পাশ হয়ে যেতে পারে।” |
সন্ধান মিলল অস্ত্র কারখানার
নিজস্ব সংবাদদাতা • মুঙ্গের (বিহার) |
বেআইনি অস্ত্র তৈরির একটি কারখানার হদিশ পেল পুলিশ। আজ ব্রাহ্মণী জঙ্গলে হানা দেয় নিরাপত্তাবাহিনীর একটি দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানায় দেশি পিস্তলের ম্যাগাজিন-সহ পিস্তল তৈরির প্রচুর উপকরণ পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আরও চার জন অবশ্য পালিয়ে গিয়েছে। তদন্তকারী অফিসারদের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, ওই কারখানা থেকে মাওবাদী এবং স্থানীয় দুষ্কৃতীদের ওই সব আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হত। |
প্রণব-রাহুল বৈঠক
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকসভা ভোট যুদ্ধের জন্য দলকে প্রস্তুত করা ও কৌশল রচনা নিয়ে এখন রীতিমতো ব্যস্ত রাহুল গাঁধী। এর মাঝেই সোমবার রাইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন তিনি। আসন্ন রাজনৈতিক যুদ্ধের আগে প্রবীণ-নবীনের এই সাক্ষাত্ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। যদিও রাষ্ট্রপতি ভবন সূত্রে বলা হচ্ছে, নিতান্তই সৌজন্য বৈঠক ছিল এটি। এ দিকে রাহুলকে কেন্দ্র করে সোমবার একটি বিতর্কও তৈরি হয়েছে। রবিবার টেলিগ্রাম পরিষেবা আনুষ্ঠানিক ভাবে বন্ধ করে দিয়েছে ডাক ও তার বিভাগ। তার আগে প্রায় মধ্য রাতে শেষ টেলিগ্রামটি এক মহিলা পাঠিয়েছেন রাহুল গাঁধীকে। বিতর্ক তা নিয়েই। বিরোধীরা কেউ বলছেন, এটা তোষামোদের রাজনীতি। কেউ বা বলছেন, টেলিগ্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার সময়ও রাহুলের নাম জড়িয়ে রাজনীতি করছে কংগ্রেস। |
আর্জি বাতিল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) পদে শশীকান্ত শর্মার নিয়োগের বিরুদ্ধে আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। সোমবার এই বিষয়ে আবেদনকারীদের দিল্লি হাইকোর্টে মামলা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রাক্তন প্রতিরক্ষাসচিব শশীকান্তের নিয়োগকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী, প্রাক্তন নৌসেনা প্রধান আর এইচ তাহিলিয়ানির মতো কয়েক জন ব্যক্তিত্ব। আবেদনকারীদের দাবি, শশীকান্তের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। |
সংরক্ষণের প্রতিবাদে
নিজস্ব সংবাদদাতা • ইলাহাবাদ |
রাজ্য সরকারি পরীক্ষায় সংরক্ষণ নিয়ে বিতর্কের জেরে উত্তাল ইলাহাবাদ। এক হাজারেরও বেশি পরীক্ষার্থী রাস্তায় নেমে দোকান ভাঙচুর করে। ভেঙে দেয় ৫০টি গাড়ি। পরীক্ষার্থীদের দাবি, পরীক্ষা প্রক্রিয়ার বিভিন্ন স্তরে সংরক্ষণ চালু করেছেন নব নিযুক্ত চেয়ারম্যান। পরীক্ষাপদ্ধতি বদলানো হয়েছে বলেও তাদের অভিযোগ। |
বিনিয়োগ নিয়ে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
টেলিকম, খুচরো ব্যবসা ও প্রতিরক্ষার মতো ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা নিয়ে মঙ্গলবার বৈঠক ডেকেছেন মনমোহন সিংহ। ওই বৈঠকে মন্ত্রিসভার প্রবীণ সদস্যরা হাজির থাকবেন। সম্প্রতি ওষুধ শিল্পে বেশ কিছু দেশীয় সংস্থা অধিগ্রহণ করেছে বহুজাতিকরা। তা নিয়েও আলোচনা হবে। |
মিগ ভেঙে মৃত
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ফের ভেঙে পড়ল মিগ ২১ বাইসন যুদ্ধবিমান। রাজস্থানের উত্তরলাইয়ে। মৃত্যু হয়েছে চালকের। প্রশিক্ষণের নিয়মমাফিক উড়ানের সময় এই দুর্ঘটনা ঘটে। |
|