টুকরো খবর
অবহেলিত হিমুল, ক্ষোভ
শিলিগুড়ির হিমূলের প্রতি অবহেলার অভিযোগ তুলে সরব হলেন দার্জিলিং জেলা বামফ্রন্ট। সোমবার মাটিগাড়ায় দুগ্ধজাত সামগ্রী তৈরির ওই সংস্থায় গিয়ে হিমুলের সঙ্কট কাটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, হিমুলের পরিস্থিতি সঙ্কটজনক। আগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল থেকে হিমুলের উন্নয়নে অর্থ বরাদ্দ করা হত। এখন কোনও বরাদ্দই তারা পাচ্ছেন না। লোকসানে চলছে ওই সংস্থা। অথচ তাকে ঘুরে দাঁড় করাতে সরকার উদ্যোগী নয়। হিমুলের সিটু নিয়ন্ত্রিত কর্মচারী সংগঠনের তরফে শীঘ্রই রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করবেন। তাঁকে নিয়ে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে সমস্যা মেটানোর আর্জি জানাবেন। লিগুড়ির মহকুমাশাসক তথা হিমুলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রচনা ভগত বলেন, “কর্মীদের বেতন যথাযথভাবে দেওয়া হচ্ছে। তবে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির জন্য কিছু সমস্যা রয়েছে। আগের চেয়ে পরিস্থিতি অনেকটাই ভাল হয়েছে। কিছুটা লোকসানে চললেও ধীরে ধীরে এই সংস্থাকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে।” এ দিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন পুরমন্ত্রী তথা দার্জিলিং জেলা বাম ফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য, সিটুর দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠক-সহ অনেকে। অশোকবাবু বলেন, “সরকারের উদাসীনতায় হিমুল ধুঁকছে। সংস্থাকে পুনরুজ্জীবিত করার দাবি জানানো হয়েছে।”

পুরনো খবর:

জাহাজে রাজ্যের আলু শ্রীলঙ্কায় পাঠানোর চেষ্টা

সরাসরি জাহাজে কলকাতা থেকে কলম্বোয় আলু রফতানি করতে চাইছে রাজ্য। কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সোমবার এ নিয়ে বৈঠক করেছেন কৃষি বিপণন দফতরের কর্তারা। চলতি মরসুমে প্রায় ৫০ হাজার টন আলু তুতিকোরিন পর্যন্ত মালগাড়িতে ও সেখান থেকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল। পথে মালগাড়িকে এক-দেড় দিন দাঁড় করিয়ে রাখায় আলুর ক্ষতি হয়। সে কারণে পুরো পথটাই জাহাজে পাঠানোর চেষ্টা হছে। কৃষি বিপণন সচিব সুব্রত বিশ্বাস বলেন, “চেন্নাই ও তুতিকোরিন বন্দরে আলু পাঠাতে যে-সব সুযোগসুবিধা দেওয়া হয়, বন্দর কর্তৃপক্ষ তার থেকে বেশি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রচুর আলু জাহাজে শ্রীলঙ্কায় পাঠানো যাবে। গত বছর রাজ্যে আলু উৎপাদন হয়েছিল ৯৭ লক্ষ মেট্রিক টন। ভাল দাম পাওয়ায় চলতি বছরে উৎপাদন বেড়ে হয় ১ কোটি ১৫ লক্ষ মেট্রিক টন। কিন্তু, বাজারে এখন কেজি-প্রতি আলুর দাম ১০-১৫ টাকার মধ্যে। বাড়তি ফলন যাতে কৃষকদের সঙ্কটে না ফেলে, সে-জন্যই আলু রফতানির এই উদ্যোগ বলে জানিয়েছেন সচিব।

কেওয়াইসি বিধি না-মানায় জরিমানা ২২টি ব্যাঙ্ককে

‘নো ইওর কাস্টমার’ (কেওয়াইসি) ও কালো টাকা প্রতিরোধ সংক্রান্ত আইন সঠিক ভাবে না মানায় দেশের ২২টি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে ১৩টি ব্যাঙ্কই রাষ্ট্রায়ত্ত। বাকিগুলি বেসরকারি ও বিদেশি ব্যাঙ্ক। মোট জরিমানা ৪৯.৫ কোটি টাকা। গ্রাহকদের পরিচয় যাতে ব্যাঙ্কগুলির রেকর্ডে থাকে, তার জন্য বাধ্যতামূলক কেওয়াইসি চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের মাধ্যমে বেআইনি লেনদেন করলে যাতে সংশ্লিষ্ট গ্রাহকের হদিস চটজলদি পাওয়া যায়, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। ব্যাঙ্কগুলির দাবি, তারা এই বিধি অধিকাংশ ক্ষেত্রেই মেনে চলছে। কিন্তু তা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক চলতি বছরের এপ্রিলে সমীক্ষা চালিয়ে জানতে পারে যে, বেশ কিছু ব্যাঙ্ক সঠিক ভাবে তা পালন করেনি। শীর্ষ ব্যাঙ্কের অভিযোগ, বিশেষ করে যে-সব লেনদেনে কেওয়াইসি মানা হয়নি, তার মধ্যে আছে সোনা আমদানি ও স্বর্ণমুদ্রা বিক্রি।

জমায় সুদ কমলো

কিছু মেয়াদি আমানতে সুদ কমাল ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। ৫ কোটি টাকা বা তার বেশি জমায় সুদ কমলো ২৫ বেসিস পয়েন্ট। ১৮০-২৬৯ দিনের আমানতে নয়া সুদ ৮%। ১ থেকে ২ বছরের কম এবং ২ থেকে ৩ বছরের কম মেয়াদি আমানতে তা ৮.৫০%।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.