শিশুর চিকিৎসা নিয়ে উত্তেজনা হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অপরিচিত এক শিশুকে স্থানীয় এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এলে তা নিয়ে হইচই বাধে। রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, শিশুটি এক বছরের কন্যা সন্তান। শিলিগুড়ির বাগরোকোট এলাকার বাসিন্দা এক ব্যক্তি ওই শিশুটিকে হাসপাতালে এ দিন চিকিৎসা করাতে নিয়ে আসেন। স্থানীয় এক মহিলা ব্যক্তিকে চিনতেন। শিশুটি ওই ব্যক্তির সন্তান নয় তা তিনি জানেন। শিশুটিকে তিনি কোথা থেকে নিয়ে এসেছেন তা জিজ্ঞাসা করলে সেখানে থাকা লোকদেরও সন্দেহ হয়। তাঁরাও তখন সকলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ভর্তি করে নেন। মহিলাকে ওই শিশুটির সঙ্গে থাকার অনুরোধও করেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিলিগুড়ি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সঞ্জীব মজুমদার বলেন, “শিশু বিভাগে ওই বাচ্চাটিকে ভর্তি করানো হয়েছে। ওই মহিলা তার সঙ্গে রয়েছে। সোমবার চাইন্ড ওয়েলফেয়ার কমিটিকে বলে পুলিশে জানানো হবে। তারাই শিশুটির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।”
|
মেয়েদের জন্য স্বাস্থ্যবিমায় সুবিধা রিলায়্যান্সের
নিজস্ব সংবাদদাতা • আথেন্স |
আগামী মাসেই রোজগেরে মহিলা ও শিশুকন্যাদের জন্য স্বাস্থ্যবিমায় বিশেষ সুবিধা আনছে অনিল অম্বানী গোষ্ঠীর রিলায়্যান্স ক্যাপিটালের শাখা সংস্থা রিলায়্যান্স জেনারেল ইনশিওরেন্স। রবিবার সংস্থা জানিয়েছে, ‘রিলায়্যান্স হেল্থগেইন’ নামের ওই প্রকল্প কোনও কর্মরত মহিলা কিনলে পারিবারিক বিমাটির মোট প্রিমিয়ামের উপর ৫% পর্যন্ত ছাড় পাবেন। শিশুকন্যাকে প্রকল্পে সামিল করা হলেও এই ছাড় পাওয়া যাবে। এ দিন, প্রকল্পটি চালুর পরিকল্পনার কথা জানিয়ে রিলায়্যান্স জেনারেল ইনশিওরেন্সের সিইও রাকেশ জৈন বলেন, “এই সুযোগের আওতায় আনা হবে একক নারী ও বিধবাদেরও।” প্রকল্পটির প্রসঙ্গে জৈন আরও জানান, গ্রাহকের ক্ষতিপূরণের দাবি মেটাতে দেরি হলে এখানে বাড়তি অর্থ দেওয়ার ব্যবস্থা রেখেছেন তাঁরা। |