নিজেদের মাঠ পাচ্ছে না মহমেডান
ই মরসুমে নিজেদের মাঠে অনুশীলন করতে পারবেন না টোলগে-পেনরা। রবিবার বিকেলে ক্লাব-তাঁবুতে নতুন কোচ আজিজ মাসুদ বোলাকে পাশে বসিয়ে মহমেডান সভাপতি সুলতান আহমেদ পরিষ্কার বলে দিলেন, “মাঠ তৈরি করা হচ্ছে। তবে এই মরসুমে কোনও ভাবেই মহমেডান মাঠে অনুশীলন সম্ভব নয়।”
২০ জুলাই থেকে অনুশীলন শুরু করছেন আজিজ। আপাতত, এক মাসের জন্য সেন্ট্রাল পার্কের মাঠ ভাড়া নেওয়া হয়েছে। তারপর কোথায় অনুশীলন হবে সেটা অবশ্য এই মুহূর্তে জানা যাচ্ছে না। পরের মরসুমে নিজেদের মাঠে শুধুমাত্র অনুশীলন করতে পারবে মহমেডান। এ দিন সভাপতি সুলতান আহমেদের কথায় পরিষ্কার হয়ে যায় যে, মহমেডান মাঠে কলকাতা লিগ বা আই লিগের কোনও ম্যাচ করাও সম্ভব হবে না। যদিও কিছু দিন আগে মহমেডান কর্তারা মাঠে ফ্লাড লাইট লাগানোর কথা ভাবছিলেন। এ দিন সুলতান আহমেদ বললেন, “আমাদের মাঠ ম্যাচ করার জন্য ছোট। স্টেডিয়াম থেকে মাঠের দূরত্ব এতো কম যে নিরাপত্তার অভাব থেকে যাচ্ছে।”

সাদা-কালো জার্সিতে কোচ আজিজ।—নিজস্ব চিত্র
সাদা-কালোর নতুন কোচ অবশ্য ক্লাবের পরিকাঠামোর বিষয়টা এড়িয়ে যেতেই চেষ্টা করলেন। শুধু বললেন, “উন্নতি করার জন্য সময় দরকার। কী আছে বা নেই এত ভেবে লাভ নেই। তবে কৃত্রিম ঘাসের মাঠে খেলতে হলে, সেই মাঠে অনুশীলন দরকার।”
আজিজের একস ময়ের ছাত্র ডুডুর থেকেই মহমেডান ও ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ধারণা তৈরি করেছেন। টোলগে, পেনের খেলা ইউ টিউবে দেখেছেন। এ দিন সাংবাদিক সম্মলনে যেমন বললেন, “ইউ টিউবে টোলগে-পেনের খেলা দেখেছি। আমার ভাল লেগেছে। ওদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।” এরই পাশাপাশি বলে দিলেন, “আমার কাছে সব টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। আমি মহমেডানকে ভারতীয় ফুটবলের অন্যতম শক্তিতে পরিণত করতে চাই।”
৪-৩-৩ নিজের পছন্দের ফরম্যাট আজিজের। তবে মহমেডান টিমের অবস্থা দেখেই নিজের স্ট্র্যাটেজি ঠিক করতে চান আজিজ। বললেন, “আগে আমি দেখব ফুটবলাররা কীসে বেশি স্বচ্ছন্দ, ফুটবলারদের শক্তি বা দূর্বলতা বুঝেই আমি স্ট্র্যাটেজি সাজাব।” তবে তিকিতাকা ফুটবলের তুলনায় আজিজের পছন্দ আক্রমণাত্মক ফুটবল। “ভাল ফুটবল দেখতে আমরা সবাই পছন্দ করি। কিন্তু জিততে হলে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.