আফ্রিকায় সিংহ ধরলেন অসমের গবেষকরা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জাভা, সুমাত্রার পর এ বার দক্ষিণ আফ্রিকাতেও গণ্ডার গবেষণায় সাহায্য নেওয়া হল অসমের বিশেষজ্ঞদের। শুধু গণ্ডারই নয়, ক্রুগার জাতীয় উদ্যানের সিংহদের ঘুমপাড়ানি গুলিতে ‘বশ’ করে সে গুলির ডিএনএ সংগ্রহ করেন ‘ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশন’-এর এশিয়া কো-অর্ডিনেটর বিভাব তালুকদার এবং ‘আসাম এলিফ্যান্ট ফাউন্ডেশন’ প্রধান কৌশিক বরুয়া। বিভাববাবু জানিয়েছেন, গত মাসে দিনদশেক দক্ষিণ আফ্রিকার ক্রুগারে ছিলেন তাঁরা। দলের নেতৃত্বে ছিলেন উদ্যানের পশুচিকিৎসা বিভাগের প্রধান মার্কাস হফমেয়ার। তিনি জানান, প্রথম পর্যায়ে সাতটি সিংহকে ঘুমের ওষুধে বেহুঁশ করে কয়েকটি পরীক্ষা করা হয়। সে গুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার পর শুরু হয় পরবর্তী পর্যায়ের কাজ। তিনি বলেন, “চারটি সাদা গণ্ডারও ধরা হয়েছিল। সে গুলির মধ্যে দু’টি মাদী গণ্ডার, অন্য দুটি তাদেরই শাবক। হেলিকপ্টারে আকাশপথ থেকে গণ্ডারগুলিকে পরীক্ষার জন্য চিহ্নিত করা হয়েছিল।” বিভাববাবু জানান, গণ্ডারগুলির রক্ত এবং ডিএনএ পরীক্ষা করে ওই প্রাণীদের মধ্যে ক্রমবর্ধমান যক্ষ্মার প্রকোপ নিয়ে গবেষণা করা হবে। উন্নত গবেষণায় ওই রোগের মোকাবিলায় প্রতিষেধক খোঁজারও চেষ্টা হবে। উল্লেখ্য, ২০১০-১২ সালে জাভা ও সুমাত্রার লুপ্তপ্রায় গণ্ডারের সন্ধানে গিয়েছিলেন বিভাববাবু। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন পশুবিজ্ঞানী উদয়ন বরঠাকুর।
|
সাপের ছোবলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। মৃত সুশীল সরকার (৩১) ভরতপুরের পল্লিশ্রী গ্রামের বাসিন্দা। শনিবার পাট খেতে কাজ করার সময় সাপের ছোবলে জখম হন সুশীলবাবু। তাঁকে ভরতপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
|
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালিত হল বসিরহাটের কাছারিপাড়ায়। উদ্বোধন করেন বসিরহাটের পুরপ্রধান কৃষ্ণা মজুমদার। ছিলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান-সহ সব ধর্মের মানুষ। বিতরণ করা হয় গাছের চারা। অনুষ্ঠানে ছিল বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তা সংস্থার তরফে আশিস দাস বলেন, “গাছ রক্ষা ও গাছ লাগানোর প্রয়োজনীয়তা সর্ম্পকে মানুষকে সচেতন করতেই এই অনুষ্ঠান।” |