টুকরো খবর |
ভিড়ের রেকর্ড গড়ে দিল্লিতে বন্ধ হল টেলিগ্রাম
নিজস্ব প্রতিবেদন |
শেষ হল যোগাযোগের এক অধ্যায়। সাইকেলে চড়ে ‘তার’ বার্তা আর কখনও পৌঁছবে না ভারতের কোনও প্রান্তে। চরম আর্থিক ক্ষতির জেরে বন্ধ হল ১৬৩ বছরের টেলিগ্রাম পরিষেবা, আগে ঘোষণা করে বিএসএনএল। রবিবার ছিল তার শেষ দিন।
আর শেষ দিনে পশ্চিমবঙ্গের মতো রেকর্ড ভিড় দেখল দিল্লির চারটে টেলিগ্রাম সেন্টার। যা দেখে বিএসএনএলের কর্মী বিনোদ রাইয়ের আক্ষেপ, “সারা বছর যদি এমনই ভিড় হত, তা হলে পরিষেবা কখনওই এমন ভাবে শেষ করতে হত না।” বাস্তবিক। তথ্য বলছে, দেশব্যাপী এই পরিষেবা চালাতে বিএসএনএলের বাৎসরিক খরচ হত প্রায় ১০০ কোটি টাকা। কিন্তু আয় মাত্র ৭৫ লক্ষ টাকা। শেষের দিকে অবশ্য শব্দ প্রতি খরচের অঙ্ক বাড়িয়ে ঘাটতি মেটানোর মরিয়া চেষ্টা করেছিল বিএসএনএল। কিন্তু ছবিটা বদলায়নি কিছুতেই। তাই বোধহয় শেষ দিনটিতে উষ্ণ বিদায় জানাল রাজধানীর জনতা। হাজার হাজার মানুষের লাইন পড়েছিল চারটি টেলিগ্রাম সেন্টারে। তাঁদের মধ্যে ছিলেন ছাত্রছাত্রী, গৃহবধূ, প্রাতর্ভ্রমণে বেড়োনো বৃদ্ধ মানুষ। প্রত্যেকের একই উদ্দেশ্য, ইতিহাস হতে চলা একসময়ের এই জরুরি পরিষেবার শেষ স্মৃতিটুকু প্রিয়জনকে পাঠিয়ে দেওয়া। কেউ লিখেছেন ‘হোপ অল ইজ ওয়েল”, কারও বয়ানে, “যুগান্তকারী পরিষেবার শেষ দিন আজ।” অনেকে আবার এক সঙ্গে ২০টি টেলিগ্রামও করেছেন এ দিন। শেষ দিনের এই কর্মব্যস্ততা সামলাতে তাই কর্মীদের অনেকেরই ছুটি বাতিল করা হয়।
মোবাইল, ই-মেল, এসএমএসের রমরমায় পিছিয়ে পড়া জরুরি পরিষেবার শেষ দিনে নিজেদের ছুটি বাতিল করতে অখুশি হননি কর্মীরা।
|
শাহরুখ-হৃত্বিকে মুগ্ধ হয়ে চিন থেকে ভারতে, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • লে |
বড্ড গরিব। ঠিকমতো খেতে পায় না। কিন্তু বলিউড নিয়ে অনেক স্বপ্ন। সেখানে থাকেন তাদের স্বপ্নের নায়ক, শাহরুখ খান আর হৃত্বিক রোশন। তাই তারা নাকি পাড়ি দেয় মুম্বই। তারা মানে চিনের তিন যুবক, সালামো, আব্দুল খালিক, এবং আদিল থরসং। বাড়ি জিয়ানজাং প্রদেশে। ১৬ জুন ভারতে অনুপ্রবেশের জন্য চিন-ভারত সীমান্তের কাছে সুলতানচকু এলাকায় যাদের আটক করে ভারতীয় সেনা। তিন যুবক জানিয়েছে, শাহরুখ, হৃত্বিকের অভিনয়ে তারা মুগ্ধ। বলিউডের অনেক কথা শুনেছে। তাই মুম্বইয়ে যাবে বলে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলে। তবে ভারতীয় সেনা জানিয়েছে, ওই যুবকদের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তারা হয়তো পাক অধিকৃত কাশ্মীরে যাচ্ছিল। কারণ যেখান থেকে তারা ধরা পড়ে, সেখান থেকে পাক অধিকৃত কাশ্মীরের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। তাদের কাছে চিনা সেনারা ব্যবহার করে এমন কয়েকটি চামড়ার জ্যাকেট, মানচিত্র ও ৯০০ ইউয়ান মিলেছে।
|
মণিপুরে খুন জঙ্গিনেতা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কুকি জঙ্গি সংগঠনের এক নেতা এবং তার দু’বছরের মেয়েকে খুন করল দুষ্কৃতীরা। গতকাল মণিপুরের সেনাপতি জেলার সাইকুল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়ে জোখিম কুকিকে নিয়ে গাড়িতে যাওয়ার সময় সেইখোহাও খোঙসেইড নামে ওই জঙ্গিনেতার রাস্তা আটকায় সশস্ত্র তিন বন্দুকবাজ। গাড়ি থেকে টেনে বের করা হয় তাকে। বাধা দিতে গেলে মারধর করা হয় জোখিমকে। সেইখোহাওকে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ রেঞ্জ থেকে গুলি করা হয়।
|
পুরীর মন্দিরে মৃত্যু ভক্তের
নিজস্ব সংবাদদাতা • পুরী |
গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবের দর্শন করতে গিয়ে মৃত্যু হল একজনের। প্রাথমিক তদন্তে অনুমান, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের সন্দেহ। পুলিশ জানায়, ‘হেরা পঞ্চমী’ উপলক্ষ্যে ওই মন্দিরে প্রচুর ভক্ত-সমাগম হয়েছিল।
|
পরীক্ষায় নকলে সাহায্য, ধৃত ১১
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রাষ্ট্রায়ত্ত একটি সংস্থায় নিয়োগ পরীক্ষায় নকল করার অভিযোগে এক আইআইটি, দু’জন এনআইটি পড়ুয়া-সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আজ সকালে ওই পরীক্ষা চলছিল। অভিযোগ, কয়েকজন পরীক্ষার্থীকে হাতঘড়ির (রিস্ট ওয়াচ) মতো দেখতে মোবাইল ফোন সরবরাহ করেছিল ধৃতরা। হলের বাইরে দাঁড়িয়ে ওই মোবাইলে এসএমএস করে উত্তর পাঠানো হচ্ছিল।
|
ধর্ষণে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার ঘটনা। ধৃত ব্যক্তির নাম শোকেত আহমেদ মালিক। তিনি হাতমুল্লা এলাকার বাসিন্দা। নিগৃহীতা কিশোরীর অভিযোগের ভিত্তিতেই মালিককে দিদিকোট রোড থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত তখন পালানোর চেষ্টা করছিলেন।
|
চাকরির পরীক্ষায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চাকরির পরীক্ষা দিতে গিয়ে এক পরীক্ষার্থীর মৃত্যু হল। আজ দুপুরে ঘটনাটি ঘটে বড়পেটা জেলায়। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত একটি সংস্থায় চাকরির জন্য স্থানীয় একটি স্টেডিয়ামে শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছিল। দৌঁড়নোর সময় নয়নজ্যোতি তালুকদার (২৮) নামে ওই যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
বাড়ি ভেঙে
নিজস্ব সংবাদদাতা • ঠানে |
একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে মারা গেলেন এক পথচারী। জখম আরও এক পথচারী। রবিবার ঘটনাটি ঘটে ঠানের নাল্লাসোপারা এলাকায়। বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। এ দিন দুপুরে বারান্দা-সহ বাড়িটির সামনের অংশ ভেঙে পড়ে। তখন সামনে দিয়ে যাচ্ছিলেন দুই পথচারী। তাঁদের এক জন মারা যান। আর এক জন জখম হন। |
|