টুকরো খবর
ভুয়ো পরীক্ষার্থী ধৃত
অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হলেন এক তরুণ। পুলিশ জানিয়েছে, ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম ধরমিন্দকুমার দুবে (২১)। বাড়ি ধানবাদের ঝরিয়ায়। পুলিশ সূত্রের খবর, রবিবার বিএসএনএলের টেলিকম অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল) পদের পরীক্ষা ছিল। শহরের বিভিন্ন কলেজে এই পরীক্ষার কেন্দ্র হয়। এমনই এক পরীক্ষার্থী ধানবাদেরই বাসিন্দা সতীশকুমার পাপ্পু। তাঁর পরীক্ষা কেন্দ্র পড়েছিল শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজে। কিন্তু সতীশ নিজে পরীক্ষা দিতে আসেননি। তার জায়গায় ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন ঝরিয়ার বাসিন্দা ধরমিন্দকুমার। পরীক্ষার উত্তরপত্রে লেখাও শুরু করেছিলেন তিনি। কিন্তু ওই কেন্দ্রে কর্তব্যরত পরিদর্শকের সন্দেহ হওয়ায় তিনি ধরমিন্দকুমারের পরিচয়পত্র দেখতে চান। তখনই ধরা পড়েন ওই তরুণ। খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। পুলিশের ধারণা, এর পিছনে কোনও চক্র রয়েছে, যাঁরা টাকা নিয়ে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় বসেন। এ দিনের ঘটনায় দু’জনেই বিহারের বাসিন্দা হওয়ায় পুলিশের অনুমান, চক্রটিও বিহারের হতে পারে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার মুচিপাড়ায়
মুচিপাড়া থানা এলাকার একটি হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম দেবাশিস দে (২৪)। তিনি মালদহের বাসিন্দা। পুলিশ জানায়, মালদহেরই বাসিন্দা বিবেকানন্দ তিওয়ারি নামে এক যুবকের সঙ্গে শুক্রবার ওই হোটেলে ওঠেন দেবাশিস। পর দিন সকালে বিবেকানন্দ চলে যান। রবিবার সকালে ওই হোটেলের এক কর্মচারী দেবাশিসকে ঘর ছাড়ার কথা জিগ্যেস করতে গেলে তিনি পরে আসতে বলে দরজা বন্ধ করে দেন। ওই কর্মচারী সন্ধ্যায় ফের দেবাশিসের ঘরে যান। বারবার ডেকেও শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। খবর যায় মুচিপাড়া থানায়। পুলিশ ঘরের দরজা ভেঙে দেখে, সিলিং ফ্যান থেকে গামছা দিয়ে ঝুলছেন দেবাশিস। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সুইসাইড নোট মেলেনি। যুবক কেন আত্মঘাতী হলেন, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। দেবাশিসকে একা ফেলে বিবেকানন্দই বা কেন আগের দিনই হোটেল ছাড়লেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে, নারকেলডাঙা থানার এপিসি রোডে। মৃতার নাম সুমিতা দাস (৬২)। পুলিশের অনুমান, তিনি গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন। যদিও কোনও সুইসাইড নোট মেলেনি। পুলিশ জানায়, সুমিতাদেবী ছেলে-বৌমার সঙ্গে ভাড়া থাকতেন। এ দিন প্রতিবেশীরা তাঁর ঘর থেকে ধোঁয়া দেখে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সুমিতাদেবীর স্বামী ক’ বছর আগে তাঁকে ছেড়ে গিয়েছেন। পরিবারে আর্থিক অনটন ছিল। তার জেরেই তিনি অবসাদে ভুগছিলেন।

দুর্ঘটনায় জখম
মোটরবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন বাইক-আরোহী। রবিবার বিকেলে, ওয়াটগঞ্জ থানার খিদিরপুর মোড়ে। আহত মহম্মদ নাসিম একবালপুরের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। বাসচালক মহম্মদ আজমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ১২বি রুটের ওই বাসটি হেস্টিংসের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা মোটরবাইকের সঙ্গে সেটির ধাক্কা লাগে। ঘটনার পরে স্থানীয়েরা বিক্ষোভ দেখান। অভিযোগ, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ফের উদ্ধার অস্ত্র
ফের বিমানবন্দর এলাকা থেকে মিলল অস্ত্র। সিআইডি সূত্রে খবর, শনিবার রাতে বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে এক যুবকের থেকে গোয়েন্দারা পাঁচটি সেভেন এমএম বন্দুক উদ্ধার করেন। সাহেব আলম নামে ওই যুবক গ্রেফতার হয়েছেন। গোয়েন্দাদের দাবি, সাহেব অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। বিহার থেকে অস্ত্র এনে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তা পাচার করা হত। কয়েক সপ্তাহ আগেও সিআইডি বিমানবন্দরের ওই এলাকা থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল।

উদ্ধার দেহ
দক্ষিণ বন্দর থানা এলাকার একটি পুকুরে থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। শনিবার বিকেল ৩টে নাগাদ ভূকৈলাশ রাজবাড়ি পুকুরে ওই যুবকের দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.