আবার বাড়ল পেট্রোলের দাম
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রবিবার মাঝরাত থেকে ফের দাম বাড়ল পেট্রোলের। ছ’সপ্তাহের মধ্যে টানা চার বার। কলকাতায় করের হিসাব ধরে প্রতি লিটারে ১ টাকা ৯২ পয়সা বেড়ে দর দাঁড়িয়েছে ৭৭.৭৬ টাকা। এ দিন দাম বাড়ানোর কথা ঘোষণা করতে গিয়ে ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, ডলারের তুলনায় টাকার দাম ক্রমাগত পড়ছে। ফলে তেল আমদানির খরচ এক লাফে অনেক বেড়ে গিয়েছে। এই সমস্যার সঙ্গে যুঝতেই লিটারে ১.৫৫ টাকা দাম বাড়াতে হয়েছে। বিভিন্ন কর যুক্ত হওয়ার পর কলকাতায় বেড়েছে ১.৯২ টাকা। টাকার দাম নামতে থাকায় এর আগে গত ১ জুন (প্রতি লিটারে কর ছাড়া) ৭৫ পয়সা, ১৬ জুন ২ টাকা ও ২৯ জুন ১.৮২ টাকা দাম বাড়ানো হয়েছিল পেট্রোলের।
|
আজ, সোমবার টাটা গ্লোবাল বেভারেজেস-এর ৫০ তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে রবিবার বিকেলে কলকাতায় আসেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রতন টাটা-র স্থলাভিষিক্ত হওয়ার পরে এই প্রথম টাটা গ্লোবাল বেভারেজেস-এর বার্ষিক সভায় পৌরোহিত্য করবেন তিনি। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে এ দিন টাটা সেন্টারে টাটা স্টিলের কর্মী ইউনিয়নের সঙ্গে ঘরোয় বৈঠকও করেন মিস্ত্রি। |