তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামী সহ দলের তিন কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দিনহাটার মাতালহাট এলাকায়। শুক্রবার রাতে এক দল ফরওয়ার্ড ব্লক সমর্থক ধারাল অস্ত্রের পাশাপাশি গুলি চালিয়েও হামলা করে বলে তৃণমূলের অভিযোগ। গুলি চালানোর অভিযোগ উঠলেও, গুলিতে কেউ জখম হননি বলে জানা গিয়েছে। মারধরে আহত লক্ষণ বর্মন নামে এক তৃণমূল সমর্থককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও ফরওয়ার্ড ব্লকের তরফে তাদের সমর্থকদের পাল্টা মারধরের অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। গুলি চালানোর অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছে ফরওয়ার্ড ব্লক।
পুলিশ সূত্রে দাবি, ঘটনার রাতেই এলাকায় পুলিশ গিয়েছিল। সেই সময়ে গুলি চালানোর বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “কী ঘটেছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুক্রবার রাতে মাতালহাটের ইন্দ্রেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে কর্মিসভা সেরে দলের স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রার্থী রত্না বর্মনের স্বামী পরমেশ্বরবাবু তাঁর দুই সঙ্গী সহ বাইক চেপে ফিরছিলেন। সে সময়ে তাঁদের উপরে আচমকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ। পরমেশ্বরবাবু ও তাঁর এক সঙ্গী দলের এক সমর্থকের বাড়িতে আশ্রয় নেন। তবে লক্ষণ বর্মনকে ধরে ফরওয়ার্ড ব্লক সমর্থকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রাতেই তৃণমূলের সমর্থকরা ঘটনাস্থলে যান। মাতালহাটের বাসিন্দা তথা এলাকার তৃণমূল প্রার্থী কৃষ্ণকান্ত বর্মন বলেন, “ফরওয়ার্ড ব্লক কর্মী-সমর্থকরা পরিকল্পিত ভাবে ওই তিন জনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি না লাগায় লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করা হয়েছে।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এই প্রসঙ্গে বলেন, “রাজনৈতিক জমি সরেছে বুঝতে পেরেই, বন্দুক-গুলির রাজনীতি করতে চাইছে ফরওয়ার্ড ব্লক। পুলিশকে পুরো বিষয়টি জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার করার দাবি তোলা হয়েছে।”
ফরওয়ার্ড ব্লক পাল্টা অভিযোগ তুলে দাবি করেছে, গত শুক্রবার রাতে মাতালহাটে তৃণমূলের বাইক বাহিনী তান্ডব চালায়। এক সমর্থককে মারধর করার পাশাপাশি দুই সমর্থকের বাড়িও তারা ভাঙচুর করে বলে ফরওয়ার্ড ব্লকের অভিযোগ। সমর্থকরা বাইক বাহিনীর কয়েক জনকে তাড়া করে বলেই তাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে ফরওয়ার্ড ব্লকের দাবি। ফরওয়ার্ড ব্লকের দিনহাটা জোনাল সম্পাদকমণ্ডলী সদস্য বিশু ধর বলেন, “তৃণমূলের বাইক বাহিনীর মোকাবিলা করার সাহস দেখানোয় সমস্ত মিথ্যে অভিযোগ করা হচ্ছে।” কোচবিহার জেলা সম্পাদক তথা বিধায়ক উদয়ন গুহ এ দিন বলেন, “গুলি চালানো হল অথচ কারও লাগল না। তৃণমূলের এ অভিযোগ তোলা কোনও নতুন ঘটনা নয়, সবটাই ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীদের ফাঁসানোর ষড়যন্ত্র।” |