শপথ নিলেন রাজভবনে
সীতা, নলিনকে নিয়ে প্রশ্নের মুখে হেমন্ত
রাজধর্ম নাকি রাজনীতি— কোন দিকে প্রাধান্য দেবেন তিনি?
শপথ নেওয়ার পর এমন প্রশ্নেরই মুখে পড়লেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
প্রশ্নের লক্ষ্য মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দু’জন। তাঁর বৌদি সীতা সোরেন এবং জেএমএম বিধায়ক নলিন সোরেন। দুমকার জামা কেন্দ্রের বিধায়ক সীতার বিরুদ্ধে ২০১২ সালে রাজ্যসভা নির্বাচনে টাকার বদলে ভোট দিতে সম্মত হওয়ার অভিযোগ। দুমকারই শিকারিপাড়ার বিধায়ক নলিন বীজ কেলেঙ্কারিতে অভিযুক্ত। দু’জনই এখন ফেরার।
সুকৌশলে জবাব এড়িয়েছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। শুধু বলেছেন, “আইন আইনের পথে চলবে। সরকার কখনও আইনকে প্রভাবিত করার চেষ্টা করবে না।”
হেমন্ত আশ্বাস দিলেও, কয়েকটি মহলের আশঙ্কা, এ ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের উপর চাপ তৈরি করতেই পারে নতুন জোট সরকার। প্রশাসনিক সূত্রের খবর, বিকল্প সরকার গঠনে ‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা’র তরফে রাজ্যপালের কাছে দলীয় বিধায়কদের যে নাম-তালিকা পাঠানো হয়েছিল, তাতে হেমন্তের দাদা প্রয়াত দূর্গা সোরেনের স্ত্রী সীতা এবং নলিনের নাম রয়েছে।
মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাওয়ার আগে মা রূপি সোরেন ও বাবা
শিবু সোরেনের আশীর্বাদ নিচ্ছেন হেমন্ত। ছবি: মুন্না কামদা।
বিরোধীদের বক্তব্য, আইনের চোখে ধুলো দিয়ে গা-ঢাকা দিয়ে থাকা ওই দুই জেএমএম বিধায়ক কোথায় রয়েছেন সে খবর রয়েছে শিবু সোরেনদের কাছে। মাওবাদী হানায় নিহত পাকুড়ের পুলিশ সুপার অমরজিত বলিহারের শেষকৃত্যে তাঁর বাড়িতে গিয়েছিলেন শিবু। ওই দিন তাঁর সঙ্গে ছিলেন নলিনও।
আজ রাজভবনে হেমন্তকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আহমেদ। তাঁর সঙ্গে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেসের রাজেন্দ্রপ্রতাপ সিংহ এবং আরজেডি-র অন্নপূর্ণাদেবী।
ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন জেএমএম সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে সরকার এবং মুখ্যমন্ত্রীকে অনেক পরিশ্রম করতে হবে।”
দুপুরে রাঁচির প্রশাসনিক কার্যালয়ে (প্রোজেক্ট বিল্ডিং) দুই পূর্ণমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। পরে তিনি জানান, ১৮ জুলাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে নতুন সরকার। একইসঙ্গে হেমন্ত জানান, উত্তরাখণ্ডের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ঝাড়খণ্ডের যে সব নাগরিকের মৃত্যু হয়েছে অথবা যাঁরা নিখোঁজ রয়েছেন---তাঁদের পরিজনদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সাহায্য পাবেন মাও-হামলায় নিহত পাকুড়ের পুলিশ সুপারের পরিবারও।
জেএমএম-কংগ্রেস জোট সরকারের ‘রাজ্যাভিষেক’ নিয়ে ক্ষুব্ধ বিজেপি। পূর্বতন জেএমএম-বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডার বক্তব্যেই তা স্পষ্ট। তিনি বলেন, “এটা সুবিধাবাদীদের সরকার। প্রশাসনের কোনও পদক্ষেপে নাগরিকদের সমস্যা হওয়ার আশঙ্কা থাকলেই বিজেপি সর্বশক্তি দিয়ে তা রুখবে।” বিরোধী ওই দলের তরফে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় ‘ধিক্কার দিবস’ পালন করা হয়। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান ‘ঝাড়খণ্ড বিকাশ মোর্চা’র কর্মী-সমর্থকেরাও। সরকার-বিরোধীদের পাল্টা জবাব দিতে রাস্তায় নেমেছিলেন জেএমএম সমর্থকেরা। রাঁচি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘অধিকার দিবস’ পালন করে তাঁরা। মিষ্টিও বিতরণ করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.