লাগোয়া বিহার, অসম, সিকিমের চেয়ে এ রাজ্যে পেট্রল এবং ডিজেলের দাম ১ টাকা থেকে প্রায় সাড়ে ৬ টাকা পর্যন্ত বেশি হওয়ায় বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের পেট্রল পাম্প মালিকেরা। সে কারণে সেস উঠিয়ে এবং বিক্রিয়করের একাংশ ছাড় দিয়ে দামের সামঞ্জস্য আনতে রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। গত শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে চিটি পাঠিয়ে তাঁরা সমস্যার বিষয়টি জানিয়েছেন।
কেন না দামের ফারাকের জন্য পশ্চিমবঙ্গ এবং ওই সমস্ত রাজ্য হয়ে যে সব গাড়ি চলাচল করছে সেগুলি জন্য অনেকেই এ রাজ্যের পাম্পগুলি থেকে পেট্রল কিনছেন না। তাতে এখানকার পেট্রল পাম্পগুলি থেকে তেল বিক্রি কমে গিয়েছে। তেল বিক্রি থেকে যে সরকারি রাজস্ব আদায় হত তা-ও কমছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “বিস্তারিত খোঁজ নেব। অর্থ মন্ত্রীর সঙ্গে আলোচনা পর এ ব্যাপারে জানাতে পারব।”
উত্তরবঙ্গ পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল পাল চৌধুরী বলেন, “আমরা সেস তুলে দেওয়া এবং বিক্রিয় করের একাংশে ছাড় চেয়ে দাম কমানোর আর্জি জানিয়েছি। না হলে পাম্প মালিকদের ক্ষতির পাশাপাশি তেল বিক্রি থেকে সরকারি রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি অর্থমন্ত্রীকে জানিয়েছি। আশা করি তিনি কোনও ব্যবস্থা নেবেন।” |