ছোট ও মাঝারি শিল্পের দিকে নজর রেখেই এ বার শিল্পমেলার থিম তৈরি করেছে বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স। ২৬তম ইন্ডাসট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ডিসেম্বরে শুরু হবে। দশ দিনের এই প্রদর্শনী মিলনমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বণিকসভার অন্যতম কর্তা সন্দীপ সেন। আয়োজকদের দাবি, এই মেলায় বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা যোগ দেবে। মেলার নয়া ওয়েবসাইটও চালু হয়েছে।
|
এ বার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে নতুন শাখা খুলল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। বণিকসভার দাবি, ঝাড়খণ্ডের শিল্প সম্ভাবনার কারণেই সেখানে এই শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেখানকার ব্যবসায়ীদের শিল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা, পরিবেশ সচেতনতা তৈরি, বিশেষজ্ঞের পরামর্শদান ইত্যাদি করবে এই শাখা। পাশাপাশি, ব্যবসায়ীদের জন্য আলোচনাসভার আয়োজনও করবে তারা। দেশ-বিদেশের শিল্প বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হবে।
|
রাসবিহারী অ্যাভিনিউয়ের বিপণিতে বিশেষ চেন মেলার আয়োজন করল সেনকো জুয়েলারি প্যালেস আভূষণ। আগামী ১৭ জুলাই পর্যন্ত এখানে চলবে গলার হারের বিশেষ প্রদর্শনী এবং বিক্রি। এই উপলক্ষে পাওয়া যাবে কেনাকাটর উপর ২৫% ছাড়। দাম শুরু হচ্ছে তিন হাজার টাকা থেকে। |