পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে যে সন্ত্রাস চলছে, তা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক শাকিল আহমেদ খান। আহত কংগ্রেস বিধায়ক অসিত মিত্র এবং সবংয়ে ভোট দিতে গিয়ে তিরবিদ্ধ দলীয় কর্মী দীপঙ্কর ঘোষকে হাসপাতালে দেখতে শুক্রবার কলকাতায় আসেন শাকিল। পরে তিনি বলেন, “অসিতবাবু এবং দীপঙ্কর যে ভাবে আক্রান্ত, তাতে বোঝা যাচ্ছে গণতন্ত্র মেনে কাজ হচ্ছে না। সরকার নামে কিছু রয়েছে বলেও মনে হয় না।”
শাকিল আহমেদ খান |
প্রথম দফার ভোটের পরে প্রদেশ কংগ্রেস থেকে যে রিপোর্ট হাইকম্যান্ডের কাছে পাঠানো হয়েছে, তার নিরিখে শাকিলের অভিযোগ, “যে ভাবে ভোটের মধ্যেও সংঘর্ষ চলছে, তাতে স্পষ্ট যে রাজ্য নিরাপত্তার বন্দোবস্ত করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের মোতায়েন করা হয়নি বলে অভিযোগ পেয়েছি।” অভিযোগগুলি কংগ্রেস হাইকম্যান্ড যথেষ্ট গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে বলেও জানান শাকিল। বস্তুত, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং সহ-সভাপতি রাহুল গাঁধীর নির্দেশেই শাকিল এ দিন কলকাতায় আসেন। তিনি দিল্লি ফিরে রাজ্যের সন্ত্রাস নিয়ে রিপোর্ট দেবেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
তাঁর উপস্থিতিতেই কংগ্রেস নেতা আব্দুল মান্নানও বলেন, “ভোটে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন না করে কেন রাজ্য তাদের বসিয়ে রাখল, শিন্দের কাছে তা জানতে চাইব। সুপ্রিম কোর্টের নির্দেশও কী ভাবে রাজ্য সরকার অমান্য করল, তার
জবাব রাজ্যের কাছে চাওয়ার আবেদন জানাব শিন্দের কাছে।”
গত এক সপ্তাহ ধরে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় প্রচারে গিয়েছেন শাকিল। তবে প্রথম পর্বের জেলা সফরের পরে তাঁর বক্তব্য, “গ্রামে ঘুরে যে অভিযোগ পেয়েছি, তাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হতে পারে বলে মনে হয়নি। |