টুকরো খবর
সমস্যায় মোগা
ভিসা সমস্যায় নতুন মরসুমের অনুশীলন শুরুর আগেই জেমস মোগাকে নিয়ে আশঙ্কা ইস্টবেঙ্গলে। ক্লাব সূত্রে খবর, আগামী বুধবার শুরু ইস্টবেঙ্গল অনুশীলনে মোগার নামার সম্ভাবনা প্রায় নেই। কবে তিনি কলকাতায় পা রাখবেন তা নিয়েও অন্ধকারে কর্তারা। ইস্টবেঙ্গলের সব ফুটবলারকে ই-মেল করে জানানো হয়েছিল ১৫ জুলাই অনুশীলন শুরু। তার আগে সবাই যেন চলে আসেন। বাকিরা জবাব দিলেও মোগার কোনও উত্তর আসেনি। ক্লাব থেকে যোগাযোগ করা হয় দক্ষিণ সুদানে মোগার সঙ্গে। জানা যায় তাঁর ভিসা সমস্যার কথা। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য এ দিন বললেন, “বিষয়টার যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য ক্লাব যাবতীয় ব্যবস্থা করছে।” জানা গিয়েছে, মোগার কাছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অনুমতিপত্র চাওয়া হয়েছে। ফুটবল সচিবকে সে কথা জানানোর পর ক্লাব সেই চিঠি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে পাঠিয়েছে। তবে দক্ষিণ সুদানের ভারতীয় দূতাবাসে সেই চিঠি যাওয়ার পর কবে ভিসা মিলবে তা এখনও অনিশ্চিত।

কল্যাণীতে আবাসিক শিবির ফালোপার
২১ জুলাই থেকে কল্যাণীতে আবাসিক শিবির শুরু করতে চান লাল-হলুদের ব্রাজিলীয় কোচ। সহকারী কোচ রঞ্জন চৌধুরি ও নতুন গোলকিপার কোচ আমেরিকো ফালোপাকে নিয়ে অনুশীলনের ব্লু-প্রিন্ট তৈরি করেন মার্কোস ফালোপা। ১৭ জুলাই নিজেদের মাঠে অনুশীলন শুরু করে চার দিন পর আবাসিক শিবিরে যাবে ইস্টবেঙ্গল। ফালোপা বললেন, “এএফসি কোয়ার্টার ফাইনালের আগে সময় কম। সে জন্যই আবাসিক শিবির। ফুটবালরদের জানতে, ওদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হলে আবাসিক শিবির জরুরি।”

ট্রট বিতর্ক
ট্রেন্টব্রিজে জোনাথন ট্রট বিতর্কে ক্ষমা চাইলেন হটস্পটের আবিষ্কারক ওয়ারেন ব্রেনান। অ্যাসেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ট্রটের বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন ফিল্ড আম্পায়ার আলিম দার নাকচ করেন। অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ জানালে তৃতীয় আম্পায়ার মারায়েস এরাসমাস আউট দেন ট্রটকে। সিদ্ধান্ত নেওয়ার সময় হটস্পট রিপ্লের সাহায্য পাননি এরাসমাস। অ্যাসেজের সরকারি রিপ্লে পদ্ধতি হটস্পটের পক্ষে পরে জানানো হয়, ঠিক আগের বলেই আউট হওয়া জো রুটের রিপ্লে চালাচ্ছিল সিস্টেম। ব্রেনান বলেন, “এটা অপারেটরের ভুল।” লাইভ ইমেজ ও রিপ্লে দুটো কাজ হটস্পট একসঙ্গে করতে পারে না। তাই ট্রটের আউট হওয়ার ইমেজ দেওয়া যায়নি।

অজি-বধ
অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে আট উইকেটে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল ভারতের অনূর্ধ্ব ১৯ টিম। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৫ অল আউট করে মাত্র ১৫.৩ ওভারে দু’উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে দুরন্ত পারফর্ম করেন মিডিয়াম পেসার দীপক হুদা ৩-২২, চামা মিলিন্দ ২-১৯ এবং কুলদীপ যাদব ২-৪।

এ বার শুভম
পরভেজ রসুলের পর জম্মু ও কাশ্মীরের আর এক ক্রিকেটার সুযোগ পেলেন জাতীয় ক্রিকেট টিমে। কোচবিহার ট্রফিতে তিন সেঞ্চুরি-সহ ৭০৭ রান করা ডান হাতি ওপেনার শুভম খাজুরিয়া ভারতের অনূর্ধ্ব ১৯ দলের শ্রীলঙ্কা সফরে সুযোগ পেয়েছেন। যার জন্য শুভম ধন্যবাদ জানাচ্ছেন গৌতম গম্ভীরকে। অফ সিজনে ওএনজিসি-র হয়ে খেলার সময়ই গম্ভীরের পরামর্শ পান শুভম।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.