|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ছবিতে ধরা পড়ে প্রশান্তি ও উদাত্ততা |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল সুব্রত ঘোষের নবম একক প্রদর্শনী। আঙ্গিকে তিনি ধ্রুপদী ভারতীয় রীতিকে আত্মস্থ করতে চেষ্টা করেছেন। প্রদর্শনীর শিরোনাম ‘বিশ্বরূপম’। বর্ণপরিকল্পনায় ঝোঁক শুভ্রতা ঘেঁষা আলোকময়তার দিকে। হিন্দু দেবদেবীই মূলত তাঁর ছবির বিষয়। |
|
প্রায় এক দশক ধরে নিয়মিত কাজ করে তিনি আঙ্গিককে অনেক পরিশীলিত করেছেন। বিশেষত বুনোটের বাঁধুনি, রূপাবয়বের সঙ্গে তার সম্পর্ক তাঁর ছবিতে এক ধরনের প্রশান্তি ও উদাত্ততা নিয়ে আসে। তবে তাঁর ছবির পরিমণ্ডল আজকের জীবন ও বাস্তবতা থেকে অনেক দূরবর্তী।
|
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’ ২১ জুলাই পর্যন্ত।
অ্যাকাডেমি:অদিতি চক্রবর্তী, রতন দাস প্রমুখ ১৭ জুলাই পর্যন্ত।
নিউ লাইট অ্যান্ড মিডিয়া সেন্টার: তন্ময় বিশ্বাস, সঞ্জয় সেনগুপ্ত প্রমুখ ২৪ জুলাই পর্যন্ত।
গ্যালারি ৮৮: সোহিনী ধর, পরিতোষ সেন প্রমুখ ১০ অগস্ট পর্যন্ত। |
|