প্রয়াত প্রাণ
সংবাদসংস্থা • মুম্বই |
চেহারা নায়কের মতো, এমনিতে নিপাট ভদ্রলোক। অথচ পর্দায় এলেই মেরুদণ্ডে ঠান্ডা স্রোত। ‘গুড্ডি’ ছবির জয়া ভাদুড়ী তাঁকে স্টুডিওয় দেখে আঁতকে ওঠেন। তিনি হিন্দি ছবির আদি-অকৃত্রিম ভিলেন। আবার তিনিই ইমানের আর এক নাম, শের খান। জিদ্দি, জিস দেশমে গঙ্গা বহতি হ্যায়, উপকার, জঞ্জীর, ডন-এর মতো ছবিতে নায়ক না হয়েও নায়কের সমতুল্য তাঁর উপস্থিতি। টাইটল কার্ডে শেষ নাম... অ্যান্ড প্রাণ, অনুরোধের আসরে শেষ শিল্পীর মতো। ছয় দশকের বেশি লম্বা কেরিয়ার। দিলীপ-দেব-রাজ থেকে বচ্চন জমানা— নায়ক বদলেছে, প্রাণ কিন্তু একচ্ছত্র। ‘বরখুরদার’ বলে হাঁক দিলেই সকলে তটস্থ। ৯৩ বছর বয়সে এ বারই ফালকে সম্মান পেয়েছিলেন। তখনই খুব অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে লীলাবতী হাসপাতালে বলিউড প্রাণ-হীন হল।
|
লোকসভা নির্বাচন দোরগোড়ায়। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছে কংগ্রেস-বিজেপি-র মতো সব দলেই। এই পরিস্থিতিতে ‘প্রধানমন্ত্রী’ বলে একটি রিয়্যালিটি শো শুরু করতে চলেছে এবিপি নিউজ। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন চিত্র পরিচালক শেখর কপূর। |
প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবনের বিভিন্ন ঘটনা, দুষ্প্রাপ্য ফুটেজের মাধ্যমে গোটা অনুষ্ঠানটিকে বেঁধেছেন শেখর। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রমাণ ভিত্তিক ওই অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানের সমতুল্য হবে। শনিবার থেকে ওই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। প্রতি শনি ও রবিবার রাত দশটায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে বলে জানানো হয়েছে। শুক্রবার সেই শো-র সাংবাদিক বৈঠকে শেখর কপূর। |