টেলিফোন এক্সচেঞ্জে চুরি
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
কয়থার পর লোহাপুর। এক সপ্তাহের মধ্যে নলহাটি থানার দু’টি টেলিফোন এক্সচেঞ্জ থেকে ব্যাটারি চুরি করে নেওয়ার ঘটনা ঘটল। দফতরের নলহাটি বিভাগীয় বাস্তুকার কৌশিক ভকত জানান, রবিবার রাতে নলহাটি থানার কয়থা টেলিফোন এক্সচেঞ্জে অফিসের দরজার তালা ভেঙে ৯৭টি ব্যাটরি চুরি করে দুষ্কৃতীরা। থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধার হয়নি। কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে ফের নলহাটির লোহাপুর টেলিফোন এক্সচেঞ্জ থেকে একই ভাবে ৩০টি ব্যাটারি চুরি করে দুষ্কৃতীরা। পাশাপাশি বেশ কিছু যন্ত্রাংশও নিয়ে পালিয়েছে তারা। এর ফলে লোডশেডিং হয়ে গেলে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান কৌশিকবাবু।
|
গোয়ালে আগুন লাগানোর অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
এক তৃণমূল কর্মীর গোয়ালে আগুন লেগে মৃত্যু হয়েছে সাতটি গবাদি পশুর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরের সোজ গ্রামে। পুলিশ জানায়, ওই দিন রাতে হৃদয় ঘোষের বাড়ির গোয়ালে আগুন লাগে। ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী রথীন্দ্রনাথ সরকারের অভিযোগ, “রাজনৈতিক আক্রোশের জেরে সিপিএম ওই কাণ্ড ঘটিয়েছে।” ওই অভিযোগ অস্বীকার করে সিপিএমের ময়ূরেশ্বর জোনাল কমিটির সম্পাদক অরূপ বাগ বলেন, “আমাদের কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। তৃণমূল আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। |