পোস্টার ছেঁড়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
নকশালদের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের ঘটনা। পাণ্ডবেশ্বর থানায় নকশাল নেতা সাধন দাসের অভিযোগ, কেন্দ্রা পঞ্চায়েতের ৫ নম্বর সংসদে নকশাল প্রার্থী সুনীল রুইদাসের নামাঙ্কিত পোস্টার ছিঁড়েছে তৃণমূল। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ দিনই জামুড়িয়ার মদনতোড় গ্রামের তৃণমূলের ব্লক সভাপতি পূর্ণশশী রায় অভিযোগ করেন, তাঁদের দলীয় প্রার্থীদের পোস্টার ছিঁড়েছে সিপিএম। অভিযোগ অস্বীকার করে সিপিএমের অজয় জোনাল সম্পাদক মনোজ দত্তের দাবি, প্রথম দিন থেকেই তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। রানিগঞ্জে জেমারি পঞ্চায়েতের নিমচা কারনালি এলাকাতেও সিপিএমের পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই পঞ্চায়েতেরই বেলিয়াবাথানে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিরালাল মাহাতো তৃণমূলের বিরুদ্ধে পোস্টার খুলে নিজেদের পোস্টার লাগানোর অভিযোগ এনেছেন। পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, সব ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
|
কালো পতাকা নির্দলদের
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের নির্বাচনী সভায় আসার পথে দলেরই গোঁজ তথা নির্দল প্রার্থীরা কালো পতাকা টাঙালেন বলে অভিযোগ। শুক্রবার চিচুড়িয়া গ্রামের ঘটনা। ওই গ্রামের ধর্মরাজ মন্দিরের কাছে একটি নির্বাচনী জনসভা হয়। তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) যুব সভাপতি অভিজিৎ ঘটকের অভিযোগ, গ্রামের মোড় থেকে জনসভার কেন্দ্র পর্যন্ত বেশ কিছু কালো পতাকা টাঙিয়ে রাখেন নির্দল প্রার্থীর সমর্থকেরা। তৃণমূলের জামুড়িয়া ২ নম্বর ব্লক সভাপতি তথা জেলা পরিষদ প্রার্থী তাপস চক্রবর্তী জানান, ৬টি আসনে নির্দল প্রার্থীদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রথীন কুণ্ডুুর নেতৃত্বে নির্দল প্রার্থীরা কালো পতাকা টাঙিয়েছে বলে তাঁর অভিযোগ। রথীনবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
|
বৃন্দার সভা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
জনসভায় বৃন্দা। —নিজস্ব চিত্র। |
শুক্রবার কাঁকসার চৌমাথায় নির্বাচনী জনসভা করে গেলেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। নির্বাচন পিছিয়ে যাওয়ায় রাজ্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “এই সরকার আমলাতন্ত্রের মাধ্যমে কাজ করতে চায়। তাই দু’বছর ধরে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বসিয়ে রাখা হয়েছে।” বর্তমান সরকারের আমলে শুধুমাত্র বর্ধমানেই ৬৫ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তিনি। কামদুনি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি বলেন, “মহিলারা প্রতিবাদ করায় মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ছেন।”
|
দুর্ঘটনায় জখম দুই
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মিনিবাস এবং ডাম্পারের মুখোমুখি ধাক্কায় জখম হলেন দুই বাসযাত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার আকলপুর সেতুর কাছে। তাঁদের রানিগঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়া থেকে আসানসোলগামী একটি মিনিবাসের সঙ্গে ওই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। |