টুকরো খবর |
আইজীবীদের কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
নির্দিষ্ট সময়ের মধ্যে রায়ের ‘কপি’ না পাওয়ার অভিযোগে জঙ্গিপুর মহকুমা আদালতের আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন। চলতি মাসের ৩ তারিখ থেকে ওই আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলছিল। বৃহস্পতিবার আইনজীবীরা নিজেদের মধ্যে বৈঠক করে স্থির করেন সমস্যার সুরাহা না হওয়া অবধি চলবে বিচারপতিদের এজলাস বয়কট। টানা আদালত বিরতিতে ফাঁপরে পড়েছেন বিচারপ্রার্থীরা। জামিনযোগ্য ধারার আসামীদের জামিন মিলছে না। জঙ্গিপুর উপ সংশোধনাগারে মাত্রাতিরিক্ত কয়েদি রাখতে হচ্ছে। দূরদূরান্ত থেকে বিচারপ্রার্থীরা এসে বাড়ি ফিরে যাচ্ছেন। বিচারপ্রার্থীদের সমস্যার কথা স্বীকার করেও আইনজীবীরা তাঁদের সিদ্ধান্তে অনড়। বার অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তা ঘোষাল বলেন, “রায় ঘোষণা হওয়ার মাস ছয়েকের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যায়। তার জন্য প্রয়োজন রায়ের ‘কপি’। কিন্তু রায়ের ঘোষণার এক বছর পরেও মিলছে না ওই রায়ের কপি। ফলে মক্কেলদের উচ্চ আদালতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে।” তিনি আরও অভিযোগ জানিয়ে বলেন, “বহু মামলার শুনানির দিন পড়ছে অনেক দিন পর পর। ফলে ২৫-২৬ বছর ধরে অনেক মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে।”
পুরনো খবর: আদালতে কর্মবিরতি চলছেই
|
শুরু হল খোরজুনা কাণ্ডের শুনানি
নিজস্ব সংবাদদাতা • খোরজুনা |
রাজ্য মানবাধিকার কমিশনে বৃহস্পতিবার থেকে শুরু হল মুর্শিদাবাদের খোরজুনা গ্রামে ধর্ষণ-কাণ্ডের শুনানি। এ দিন মৃতার দুই আত্মীয় কমিশনে সাক্ষী দিয়ে গেলেন। প্রায় দু’ ঘন্টা তাঁদের সঙ্গে কথা বলেন কমিশনের ইন্সপেক্টর তারকনাথ পাল। সম্প্রতি খোরজুনা গ্রামে ধর্ষণ করে খুন করা হয় এক গৃহবধুকে। জুন মাসের ২৬ তারিখ রাজ্য মানবাধিকার কমিশনে ফ্যাক্স মারফত্ এই অভিযোগ জানিয়েছিলেন মৃতার স্বামী বৈদ্যনাথ দাস। এ দিন কমিশনে সাক্ষী দিয়ে বেরিয়ে বৈদ্যনাথবাবুর ভাই তপন দাস এবং মামা স্বাধীন দাস জানিয়েছেন, প্রশাসন এখনও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। গত ২৪ জুন খোরজুনা গ্রামে এই ধর্ষণ করে খুনের ঘটনা ঘটলেও পুলিশ ধর্ষণের অভিযোগ সরাসরি স্বীকার করেনি বলেও তাঁরা অভিযোগ করেন।
পুরনো খবর: ধর্ষণের সম্ভাবনা দেখছেন ডাক্তাররা
|
তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
তৃণমূলের পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগে তিন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে কৃষ্ণনগরের দোগাছি এলাকার এই ঘটনায় ধৃতেরা হল উত্পল ঘোষ, গোবিন্দ সাহা ও গোবিন্দ দাস। তাঁরা প্রত্যেকেই ওই এলাকারই বাসিন্দা। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত ওই তিন ব্যক্তি বুধবার রাতে তৃণমূলের পতাকা ও ব্যানার ছিঁড়ছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে ধরেন। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “ধৃতেরা কংগ্রেসের। সর্বত্রই এমন ঘটনা ঘটছে।” অভিযোগ অস্বীকার করে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমর চক্রবর্তী বলেন, “এলাকায় পায়ের তলায় মাটি সরে গিয়েছে তৃণমূলের। তাই এমন মিথ্যে অভিযোগে আমাদের দলের কর্মীদের ফাঁসানো হচ্ছে।”
|
কীটনাশক খেয়ে মৃত্যু
নিজস্ব প্রতিবাদেন |
কীটনাশক খেয়ে ইয়াসিন শেখ (২৮) নামে এক যুবক আত্মঘাতী হলেন। ওই ব্যক্তির বাড়ি বীরভূমের মুরারই থানার বোনহা গ্রামে। মঙ্গলবার রাতে বিষ খায় ওই যুবক। তাঁকে মঙ্গলবার রাতে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সা চলাকালীন বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। কীটনাশক খেয়ে বড়ঞার কুন্তল গ্রামের যুবক সোমনাথ বাগদী (২১)-র মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই যুবক কীটনাশক খেলে পরিবারের লোকজন তাঁকে কান্দি হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সা চলাকালীন সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়। কী কারণে ওই যুবক কীটনাশক খেল তা খতিয়ে দেখছে পুলিশ।
|
দেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদন |
গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃহস্পতিবার এক কিশোরের দেহ উদ্ধার হল। নাম জয়ন্ত রবিদাস (১৭)। বাড়ি রঘুনাথগঞ্জের জরুর গ্রামে। সকালের খাবার দিতে বৌদি ঘরে ঢুকতেই সিলিং ফ্যানের সঙ্গে জয়ন্তের ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি প্রতিবেশীদের ডাকেন। তাঁরাই এসে দেহটি উদ্ধার করেন। অন্য দিকে, এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে বেলডাঙার কালিতলার এই ঘটনায় মৃতের নাম শিবশঙ্কর মণ্ডল (৭৫)। তিনি নওদার কেদারচাঁদপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি গত শনিবার থেকে নিরুদ্দেশ ছিলেন। কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।
|
প্রচারে নুরে আলম
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরী বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদে যান। এ দিন ভরতপুর থানার মোড়, আমলাই, সাহাপুর ও বিনোদিয়া এলাকাতে সভা করেন। তিনি বলেন, ‘‘তৃণমূল সরকারের আমলে দু’বছরে যে উন্নয়ন হয়েছে বিগত বাম সরকারের ৩৪ বছরেও তা হয়নি।” তিনি দলীয় প্রার্থী জেতানোর জন্য জনগনের কাছে আবেদন করেন।
|
বেহাল রাস্তা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ধুবুলিয়ার সিংহাটি থেকে বনগ্রাম পর্যন্ত বিস্তৃত পাঁচ কিলোমিটার পিচ রাস্তার বেহাল দশা। বেশিরভাগ জায়গাতেই পিচের নামগন্ধ নেই। এবড়োখেবড়ো রাস্তা চলাচলের অযোগ্য। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী।
|
বোমা উদ্ধার |
সকেট বোমা তৈরির উপকরণ বিক্রির অভিযোগে গ্রেফতার হল এক ব্যবসায়ী। ধৃত ওবাইদুল ইসলাম রানিনগর থানার সেখপাড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক হানাহানি রুখতে অভিযান শুরু হয়েছে। তার ভিত্তিতেই এই গ্রেফতার। |
|