কংগ্রেস বিধায়ক অসিত মিত্রের উপরে হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হাওড়া জেলা পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। চিকিৎসকেরা জানান, অসিতবাবুর অবস্থার উন্নতি হয়েছে।
অসিতবাবুর উপর হামলার খোঁজ নিতে আজ, শুক্রবার কলকাতায় আসছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ খান।
এ দিন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, “কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও আমাদের নেতা রাহুল গাঁধীর নির্দেশেই শাকিল কলকাতায় আসছেন অসিতবাবুর উপর হামলা ও পঞ্চায়েত ভোটে তৃণমূলের হামলা নিয়ে রিপোর্ট নিতে।” তবে, আহত অসিতবাবু কেমন আছেন তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য খোঁজখবর না নেওয়ায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মান্নান তাঁদের আচরণে ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার জয়পুরের কাশমুলি উত্তরবাঁধ এলাকায় বোমাবাজি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম কর্মী-সমর্থকরা। দলের আক্রান্তদের দেখতে গেলে লাঠি দিয়ে মারা হয় কংগ্রেস বিধায়ক অসিত মিত্রকে। অসিতবাবুর মাথা ফাটে। তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যে কালা দিবস পালন করে কংগ্রেস। যে তিন জেলায় প্রথম দফার পঞ্চায়েত ভোট হয়েছে, সেই তিন জেলাকে বাদ দিয়ে কালা দিবসে কংগ্রেস কর্মীরা বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখান। হাওড়ায় প্রতিটি থানায় স্মারকলিপি দেয় কংগ্রেস।
|