|
|
|
|
মাথায় বিপদ নিয়ে বদ্রী কি কেদারনাথেরই পথে |
নিজস্ব প্রতিবেদন |
হড়পা বানে কেদারনাথে ভয়াবহ বিপর্যয়ের পর মাসখানেক যেতে না যেতেই ফের বিপর্যয়-বার্তা। এ বার বদ্রীনাথকে ঘিরেছে আতঙ্কের ছায়া।
আবহাওয়া দফতরই এই বিপদের ইঙ্গিত দিয়েছে। গঢ়বালে এ বার বর্ষা এসেছে অন্য বারের চেয়ে প্রায় এক মাস আগে। অঝোর বৃষ্টি এখনও চলেছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, বদ্রীনাথের মাথায় ৩০ কিলোমিটার উত্তরে শতপন্থ তালের জল বাড়ছে। আবার এই এলাকাতেই রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। আশঙ্কা, জল আরও বাড়লে কেদারের চোরাবারি তালের মতো ফেটে যেতে পারে শতপন্থ তালও। সে ক্ষেত্রে ফেঁপে ওঠা অলকানন্দা ভাসিয়ে দিতে পারে বদ্রীনাথ, জোশীমঠ, কর্ণপ্রয়াগ। ফের বিপর্যস্ত হতে পারে রুদ্রপ্রয়াগও।
জুনের ১৬ তারিখের সাতসকালে চোরাবারি তাল ফেটে উত্তাল হয়ে ওঠে মন্দাকিনী। গ্যালন-গ্যালন জল ও তার সঙ্গে পাথরের স্তূপ নেমে এসে মুছে দেয় কেদারনাথ, রামওয়াড়া ও জঙ্গলচটির জনপদ।
শতপন্থ তাল ফেটে গেলে বদ্রীনাথের ক্ষেত্রেও একই মাত্রার ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এ ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা আরও বেশি। কেদারের থেকে বদ্রীনাথ অনেক বেশি সুগম। বাস ও গাড়ি সরাসরি চলে আসে এখানে। কেদারের থেকে অনেক বেশি যাত্রীও আসেন এখানে। |
|
অজস্র বহুতল ধর্মশালা, রেস্তোরাঁ, বড় বড় দোকান, ব্যাঙ্ক, এটিএম সব মিলিয়ে এক বড়সড় শহরের চেহারা নিয়েছে বদ্রীনাথ। নর ও নারায়ণ পাহাড়ের মাঝে বদ্রী উপত্যকা আয়তনেও কেদারের থেকে অনেক বড়। তাই একই মাত্রার বিপর্যয়ে বদ্রীর ক্ষয়ক্ষতি হবে কেদারনাথের তুলনায় বহু গুণ বেশি।
আশার কথা একটাই, বদ্রীনাথে সম্ভাব্য বিপর্যয় এড়াতে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। বাসিন্দা ও পর্যটকদের দ্রুত নিরাপদ জায়গায় পৌঁছে দিতে চামোলি জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার।
সেনা এবং আইটিবিপি-র যৌথ বাহিনীও এ দিন আকাশপথে টহল দিয়েছে শতপন্থ তাল এলাকায়। জলস্তর দেখে তাঁদের অবশ্য দাবি, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু আশঙ্কার মেঘ জমেই রয়েছে আকাশে। তা থেকে বৃষ্টি নামলে জলের স্তরও বাড়বে। সে জন্যই তড়িঘড়ি বিপর্যয় মোকাবিলার ছক কষতে শুরু করেছে প্রশাসন।
ক্ষতিগ্রস্ত কেদারনাথেও ত্রাণের কাজ চালাচ্ছে সেনা। কিন্তু মূল বাধা হল, মুছে যাওয়া সড়ক। বৃহস্পতিবার শোনপ্রয়াগ থেকে কেদারনাথ উপত্যকা পর্যন্ত ২০ কিলোমিটার নতুন রাস্তা তৈরিতে নেমেছে সেনা। সেই রাস্তা যাবে শোনপ্রয়াগ-গোমকারা-দেববিষ্ণু-ধুনগজগিরি হয়ে। তার মধ্যেই বদ্রীনাথে বিপদের পূর্বাভাস।
আতঙ্কের ছায়া যেন পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের।
|
পুরনো খবর: বৃষ্টি কমতেই সামনে এল ভয়াবহ ধ্বংস-চিত্র |
|
|
|
|
|