|
|
|
|
ক্ষুব্ধ আডবাণী, সোনির ডানা ছাঁটছেন ভাগবত |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লালকৃষ্ণ আডবাণীর দাবি মেনে ভোটের আগে সঙ্ঘেও কিছু রদবদল করতে চাইছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তা বলে অবশ্য নরেন্দ্র মোদীর ব্যাপারে কোনও রকম আপসে নারাজ তাঁরা।
অমরাবতীতে এখন চলছে সঙ্ঘের গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়ে আজই দিল্লি ফিরেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। বিজেপি সূত্রের খবর, গোয়ার বৈঠকে মোদীর উত্থানের পর দলীয় পদ থেকে আডবাণী ইস্তফা দিলেও ভাগবতের কাছে তিনি মূলত নালিশ জানিয়েছেন সঙ্ঘ নেতা সুরেশ সোনির কর্মপদ্ধতি নিয়ে। এই সুরেশ সোনিই সঙ্ঘ ও বিজেপির মধ্যে সেতু রচনার কাজটি সারতেন। আডবাণী চাইছিলেন, সোনির সঙ্গে মোদী, রাজনাথ, অরুণ জেটলিদের অক্ষ ভেঙ্গে দিয়ে স্বয়ং সরসঙ্ঘচালক কিংবা তাঁর ঘনিষ্ঠ ভাইয়াজি জোশী সরাসরি বিজেপির বিষয়ে হস্তক্ষেপ করুন। আডবাণীর দাবি মেনে সোনিকে হয়তো সরানো হবে না, কিন্তু তাঁর ডানা ছাঁটার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ভাগবত তাঁর কিছু ঘনিষ্ঠ নেতাকে সোনির সঙ্গে মিলে কাজ করতে বলবেন, যাতে তাঁর একাধিপত্য খর্ব হয়। অমরাবতীতে ভাগবত সেই ইঙ্গিত দিয়েও দিয়েছেন রাজনাথকে। সঙ্ঘে কিছুটা হেরফেরে রাজি হলেও মোদী-প্রশ্নে কিন্তু কোনও আপস করতে চাইছেন না ভাগবতরা। |
|
|
|
মোহন ভাগবত |
সুরেশ সোনি |
লালকৃষ্ণ আডবাণী |
|
বৈঠকে গোটা দেশ থেকে আসা সঙ্ঘ নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন বিভিন্ন প্রান্তে গিয়ে মোদীর নামেই প্রচার করেন। রাজনাথকেও বলা হয়েছে, আগামী ১৮ জুলাই সংসদীয় বোর্ডের বৈঠকে মোদীর নেতৃত্বে প্রচার কমিটি যখন ঘোষণা করা হবে, তখন থেকে যেন মোদীর নাম দিয়েই প্রচার শুরু হয়। ভোটের আগে মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার জন্য এমনিতেই বিজেপির অন্দরে যথেষ্ট চাপ রয়েছে। কিন্তু এ ব্যাপারে আডবাণীর প্রবল আপত্তি। প্রচার কমিটির প্রধান মোদীকে করা হলেও তাঁকে সর্বময় কর্তৃত্ব দেওয়ার প্রস্তাবে নারাজ লৌহপুরুষ। তাই স্থির হয়েছে, সরাসরি প্রচার কমিটির অধীনে কোনও সদস্য থাকবেন না। বরং গঠন করা হবে অনেকগুলি ছোট ছোট সাব-কমিটি। এই সাব-কমিটিগুলি নিয়েই হবে প্রচার কমিটি, যার প্রধান মোদী। আর গোটা বিষয়টিতে শুধু মোদী নন, সংসদীয় বোর্ডের সদস্যদের নিয়ে নজর রাখবেন রাজনাথও। সঙ্ঘের এক নেতার মতে, রাজনাথকে বলা হয়েছে, প্রতিটি সংসদীয় বোর্ডের বৈঠকের পর সরাসরি সঙ্ঘ নেতাদের জানাতে হবে কী আলোচনা ও সিদ্ধান্ত হল। ক’দিন আগে একটি বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবত নিজেই বলেছেন, বিজেপির দৈনন্দিন বিষয়ে নাক গলায় না সঙ্ঘ। জটিলতা যা-ই হোক, সঙ্ঘ নেতৃত্ব অবশ্য ব্যাপারে নিশ্চিত যে, মোদীকে সামনে রেখে ভোটে যাওয়া ছাড়া বিজেপির গত্যন্তর নেই। তবে আডবাণীর মতো প্রবীণ নেতা যে ভাবে সঙ্ঘের কিছু নেতার কাজকর্ম নিয়ে আপত্তি তুলেছেন, সেই বিষয়ে অনেকটাই একমত ভাগবত। সোনির সঙ্গে ভাগবতের সম্পর্কও মধুর নয়। সে কারণে সুকৌশলে আডবাণীর আপত্তিকে সামনে রেখে সোনির ডানা ছাঁটার ব্যবস্থা করে তিনি সঙ্ঘের অনেকেরও ক্ষোভ প্রশমনের চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে। |
পুরনো খবর: আডবাণীর মান ভাঙাতে দিল্লি যাচ্ছেন ভাগবত |
|
|
|
|
|