|
|
|
|
অভিযুক্ত এসপি |
ফাঁসানোর চেষ্টা হচ্ছে, ব্যবসায়ী হাইকোর্টে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঝাড়গ্রাম পুলিশ-জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন তিনি। তাই তাঁকে অন্য মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে বুধবার কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন খড়্গপুরের ব্যবসায়ী দেবব্রত ঘোষ। ওই ব্যবসায়ীর আইনজীবী এ দিন তাঁর মক্কেলের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ চেয়ে উচ্চ আদালতে আবেদন জানান। আবেদনকারীকে যাতে কোনও মতেই হেনস্থা করা না-হয়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
এ দিন এই মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী বলেন, ঝাড়গ্রাম পুলিশ-জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ এক কোটি টাকা চেয়ে দেবব্রতবাবুকে ক্রমাগত চাপ দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। একটি স্থানীয় অর্থ লগ্নি সংস্থার সঙ্গে দেবব্রতবাবুর যোগ রয়েছে, এই মর্মে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। হাইকোর্টে দেবব্রতবাবুর আবেদনে অভিযোগ করা হয়েছে, পুলিশ সুপার তাঁর কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন। প্রথম দফায় দিতে বলা হয়েছিল ৩০ লক্ষ টাকা।
রাজ্যের জিপি অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, আবেদনকারীর বিরুদ্ধে পুলিশের কাছে আগে থেকেই অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে বাঁচার জন্যই এই মামলা করা হয়েছে। আবেদনকারীর আইনজীবী অবশ্য জানিয়েছেন, দেবব্রতবাবুর উপার্জন নিয়ে কোনও ধোঁয়াশা নেই। সব কিছুরই তথ্যপ্রমাণ রয়েছে। আগামী মঙ্গলবার, পরবর্তী শুনানির দিন সব তথ্যপ্রমাণ নিয়ে দু’পক্ষকেই হাজির থাকতে বলেছেন বিচারপতি।
জিপি অশোকবাবু শুনানি চলাকালে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এ দিন একটি সংবাদপত্রে এই বিষয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।” বিচারপতি বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “আমি সব সংবাদপত্রই পড়ি।”
|
পুরনো খবর: এসপি ঘুষ চাইছেন, নালিশ ডিজিকে |
|
|
|
|
|