টুকরো খবর |
ভোট নির্বিঘ্ন করতে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভোট গ্রহণের আগে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বুধবার বিকেলে জরুরি বৈঠক করল জেলা প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে পূর্ব মেদিনীপুরে ভোট আগামী ১৫ জুলাই। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ৩৯৭৭টি বুথে ভোট গ্রহণের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১২ জুলাই জেলায় অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী আসছে। ভোটে নিরাপত্তা বজায় রাখতে জেলার প্রতিটি ব্লকে তারা পৌঁছে যাবে। এ দিন দুপুরে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা নিয়ে নন্দীগ্রাম ১ বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক করে ব্লক প্রশাসন। বৈঠকে শাসক দল ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই, কংগ্রেস, বিজেপি, এসইউসির স্থানীয় নেতৃত্ব। তবে তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে উপস্থিত ছিলেন না সিপিএম নেতৃত্ব। বৈঠকে বিডিও ইজাজ আহমেদ পঞ্চায়েত ভোটের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান।
|
গ্যাসের পাইপ ফেটে আহত ২৫
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মাছ প্রক্রিয়াকরণ কারখানার পাইপলাইন ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন ৬ মহিলা-সহ ২৫ জন শ্রমিক। বুধবার বিকেলে শঙ্করপুর মৎস্য বন্দরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত কাঁথি মহকুমা হাসপাতালে আসা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দেবেশ ঘোড়াই, দেবাশিস দাস, শেখ জামালউদ্দিন ও সাবিনা খাতুন নামে ৪ জনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। শঙ্করপুরে ‘সী ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড’ নামে ওই বেসরকারি মৎস্য প্রক্রিয়াকরণ কারখানায় দীর্ঘ দিন কোনও রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বিধায়ক অখিল গিরির। এ দিন দুর্ঘটনার খবর পেয়েই রামনগর ১-এর বিডিও তমোজিৎ চক্রবর্তী, রামনগর থানার ওসি-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। কাঁথি থেকে দমকলের দু’টি গাড়িও আসে। আহতদের কয়েকজনের চোখ-মুখ ঝলসে গিয়েছিল। দ্রুত সকলকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
|
লক্ষ্মণকে তোপ শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • সুতাহাটা |
নির্বাচনী প্রচার সভায় সিপিএমকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় সুতাহাটার কৃষ্ণনগর হাইস্কুলের সামনে তৃণমূলের সভা হয়। এরপরে ওই ব্লকেরই ঢেকুয়ায় আরও একটি সভা করেন তিনি। এ দিনের সভায় যুব তৃণমূল সভাপতি শুভেন্দুবাবু বলেন, “আমরা সব কাজ করতে পেরেছি বলব না। এখনও অনেক কাজ বাকি রয়েছে। ৩৪ বছরে সিপিএম যে কাজ করেছে তার থেকে আমরা বেশি কাজ করেছি।” এ দিনের সভায় পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। হলদিয়া উন্নয়ন পর্ষদের কাজের নমুনা নিয়ে তিনি বলেন, “হলদিয়া উন্নয়ন পর্ষদ মানেই ছিল জমি অধিগ্রহণ করা। ২০০৯ সালে আপনারা আমাকে জয়ী করার পরেও বাম সরকার আমাকে দায়িত্ব দেয়নি। মমতাদি আসার পরে আমাকে দায়িত্ব দিলেন।” লক্ষ্মণ শেঠকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “এর আগে সাংসদ তহবিলের টাকায় আই কেয়ার হয়েছে। লক্ষ্মণবাবু জমি নিয়েছেন। আর আমরা জমিহারাদের চাকরি দিয়েছি। এটাই হল পরিবর্তন।” চাকরি দিতে না পারলে বেকার তালিকায় থাকা ব্যক্তিদের পনেরোশো টাকা ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সাংসদ। |
|