|
|
|
|
ফাইনালে উঠলে সম্ভবত খেলবেন ধোনি |
ক্ষমা চেয়ে নিলেন জাডেজা-রায়না
নিজস্ব প্রতিবেদন |
ঝগড়া করে এ বার ক্ষমা চাইলেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজা।
তাঁর বলে ক্যাচ ফেলায় মাঠের মধ্যেই রায়নার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন জাডেজা। রায়নাও পাল্টা দেওয়ায় দু’জনের মধ্যে মাঠের ভিতরেই ঝগড়া বেধে যায়। যা নিয়ে হইচই শুরু হয়ে যায় মিডিয়ায়।
ভারতীয় ক্রিকেট বোর্ড অবস্থা সামলাতে দুই ক্রিকেটারকেই সতর্ক করে। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের ম্যানেজার এম ভি শ্রীধরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিলেন দু’জনেই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, “রায়না ও জাডেজা দলের ম্যানেজারের কাছে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে এসেছে। ওরা কথা দিয়েছে, এমন ঘটনা ভবিষ্যতে আর কখনও ঘটবে না। দু’জনেই বুঝতে পেরেছে, সে দিন ওদের ব্যবহার জাতীয় দলের ক্রিকেটারসুলভ ছিল না।” সোমবার ভারতীয় বোর্ডের অন্তর্বর্তী সভাপতি জগমোহন ডালমিয়া জানিয়েছিলেন, দুই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা না হলেও পুরো ঘটনাটি নিয়ে দলের ম্যানেজারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। |
ব্র্যাভোর বাড়িতে অতিথি সুরেশ রায়না। ছবি টুইটারের। |
এর মধ্যে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাওস্কর মন্তব্য করেছেন, এই ঘটনাকে অনর্থক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। তাঁর বক্তব্য, “খেলা চলাকালীন এমন ঘটনা ঘটতেই পারে। এই নিয়ে এত হইচই করার কিছুই নেই।”
এই ঝামেলার মধ্যেও অবশ্য খোশ মেজাজেই রয়েছেন রায়না, জাডেজা দু’জনেই। রবিবার রাতে ধোনির জন্মদিনের পার্টিই সবাইকে ফের চাঙ্গা করে দিয়েছে। তবে সত্যিকারের ভাল খবরটা শ্রীলঙ্কার বিরুদ্ধে টসের সময় দিলেন বিরাট কোহলি। তিনি জানাচ্ছেন, ভারত ফাইনালে উঠলে সম্ভবত খেলবেন ধোনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত সেমিফাইনাল খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের সতীর্থ ডোয়েন ব্র্যাভোর বাড়িতে নৈশভোজেও গিয়েছিলেন ধোনি-রায়না-জাডেজারা। ব্র্যাভোর পরিবারের সঙ্গে নিজের ছবি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে রায়না লিখেছেন, “ব্র্যাভো আর ওর পরিবারের সঙ্গে দারুণ সময় কাটালাম। দুর্দান্ত নৈশভোজ আর এমএস-এর জন্য ছিল সুস্বাদু কেক। সব কিছুর জন্য ধন্যবাদ ওকে।” কাশ্মীরি অফস্পিনার পরভেজ রসুলের ভারতীয় দলে আসার ঘটনাতেও খুশি রায়নার মন্তব্য, “পরভেজ রসুলকে অভিনন্দন। তোমার পরিশ্রম ও লড়াইয়ের কথা জানি। আশা করি বহু মাইলস্টোন ছোঁবে তুমি।” রায়না নিজে এক কাশ্মীরি পণ্ডিতদের পরিবারের ছেলে। তাই হয়তো সেই রাজ্যের ক্রিকেটারকে নিয়ে আলাদা আগ্রহ রয়েছে তাঁর।
|
পুরনো খবর: জাডেজা-বিতর্কে জবাবদিহি |
|
|
|
|
|