বৃষ্টি আসার আগে পর্যন্ত যা দেখলাম, কোহলি-শিখররা আজ একটা নির্দিষ্ট গেমপ্ল্যান নিয়ে ব্যাট করতে নেমেছিল। যথেষ্ট ভাল মনোভাব নিয়ে ব্যাট করছিল। সেকেন্ডের ভুলে কোহলি আর দীনেশ কার্তিক আউট হল ঠিকই, কিন্তু এটা বোঝাই যাচ্ছিল যে, ফাইনালে ওঠার তাগিদটা ওদের মধ্যে কাজ করছে। এই উইকেটটা কিন্তু ব্যাটিংয়ের পক্ষে খুব সহজ ছিল না। স্যাঁতস্যাঁতে, স্পঞ্জি বাউন্সে ভরা উইকেটে সেট হতে তাই ওদের এতটা সময় লেগে গেল।
তবে এ সবের মধ্যে মঙ্গলবারের ম্যাচে যদি কোনও রুপোলি রেখা খুঁজতে বলেন, তো একটাই নাম মনে আসবে। রোহিত শর্মা। ওর মধ্যে এত পরিণতবোধ দেখে সত্যিই খুব ভাল লাগছে। ভেবে দেখুন, এর আগে বেশির ভাগ ইনিংসেই রোহিত বাজে শট খেলে নিজের উইকেটটা ছুড়ে এসেছে। অনেকটা শাহিদ আফ্রিদির মতো। ওকে দেখে মনে হত বড় ইনিংস গড়ার জন্য যে স্ট্রাগল করতে হয়, সেটা করতে চায় না। যার জন্য রোহিতকে নিয়ে নানা রকম রসিকতা চালু হয়ে গিয়েছিল। কেউ কেউ ওকে ‘নো-হিট’ শর্মা বলে টিটকিরি দিত। |
পোর্ট অফ স্পেনে বিশ্রী শুরু। আউট ধবন ও কোহলি। ছবি: রয়টার্স |
আজ কিন্তু এক অন্য রোহিতকে দেখলাম। এই উইকেটে যে ব্যাট করা সহজ ছিল না, সেটা আগেই লিখেছি। আর সেই উইকেটে ব্যাট করার সময় একটাও ভুল শট খেলতে দেখলাম না রোহিতকে। একটুও তাড়াহুড়ো না করে, ভাল বলগুলো ছেড়ে লুজ বলগুলো মেরে যাচ্ছিল।
কিন্তু দুঃখ একটাই। বৃষ্টি এসে ওর ইনিংসটাতেও জল ঢেলে দিল!
|
ভারত |
রোহিত ব্যাটিং ৪৮
শিখর ক জয়বর্ধনে বো ম্যাথেউজ ১৫
কোহলি এলবিডব্লিউ হেরাথ ৩১
কার্তিক বো হেরাথ ১২
রায়না ব্যাটিং ৪
অতিরিক্ত ৯
মোট (২৯ ওভারে) ১১৯-৩।
পতন: ২৭, ৭৬, ১১১।
বোলিং: এরাঙ্গা ৬-০-২৭-০, দিলহারা ৮-০-৪০-০, ম্যাথেউজ ৫-১-৫-১
মালিঙ্গা ৩-১-৭-০, হেরাথ ৬-০-৩২-২, মেন্ডিস ১-০-৪-০
|
(স্কোর অসমাপ্ত) |
|
|