টাকার পতন রুখতে একগুচ্ছ ব্যবস্থা আরবিআই, সেবির
সংবাদসংস্থা • মুম্বই |
ডলারে টাকার দামের তলিয়ে যাওয়া রুখতে একগুচ্ছ ব্যবস্থা নিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি এবং রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে সোমবার ৬১-র নীচে নেমে যাওয়া টাকা মঙ্গলবার ৪৭ পয়সা বেড়ে ঘুরে দাঁড়াল। প্রতি ডলারের দাম ছুঁল ৬০.১৪ টাকা। এর প্রভাবে সেনসেক্সও মঙ্গলবার বেড়েছে প্রায় ১১৫ পয়েন্ট।
সেবি গত রাত্রেই আরবিআইয়ের সঙ্গে পরামর্শ করে ফাটকাবাজি রুখতে যে-সব ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে আছে:
• টাকা-ডলার আগাম লেনদেনে ফাটকাবাজি ঠেকাতে ব্রোকারের লেনদেনের পরিমাণ তার ব্যবসার ১৫% বা পাঁচ কোটি ডলারে (যেটি কম) বেঁধে দেওয়া। ব্যক্তির জন্য তা ৬% বা ১ কোটি ডলার।
• বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জে বাধ্যতামূলক জমার অঙ্ক দ্বিগুণ।
অন্য দিকে রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ:
• প্রতিটি তেল সংস্থাকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছ থেকেই ডলার কেনার নির্দেশ। বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে এ জন্য দর নেওয়া যাবে না। যেমন, ইন্ডিয়ান অয়েলকে কিনতে হবে স্টেট ব্যাঙ্কের কাছ থেকে।
• ব্যাঙ্ক আগাম লেনদেনে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারবে না। তবে গ্রাহকের হয়ে তা করা যাবে।
পুরনো খবর: টাকার রেকর্ড পতন রুখতে হস্তক্ষেপ শীর্ষ ব্যাঙ্কের
|
সুমঙ্গলকে তিন মাসে টাকা ফেরতের নির্দেশ
সংবাদসংস্থা • মুম্বই |
লগ্নিকারীদের টাকা তিন মাসের মধ্যে ফেরত দিতে সুমঙ্গল ইন্ডাস্ট্রিজকে নিদেশ দিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। আলু কেনা-বেচার ব্যবসায় লগ্নি করে ১৫ মাসের মধ্যে ২০ থেকে ১০০ শতাংশ মুনাফা হাতে তুলে দেওয়ার টোপ দিয়ে লগ্নিকারীদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছিল কলকাতা ভিত্তিক সংস্থা সুমঙ্গল। এই দিন সেবি সুমঙ্গলের সমস্ত ‘কালেকটিভ ইনভেস্টমেন্ট’ প্রকল্পও গুটিয়ে নেওয়ারও নির্দেশ দেয়। সুমঙ্গল ওই নির্দেশ পালন করতে ব্যর্থ হলে সংস্থা এবং তার ১১ জন প্রোমোটারের বিরুদ্ধে সেবি ফৌজদারি মামলা রুজু করবে বলেও জানিয়েছে। সেবি তার রায়ে বলেছে, যদি তিন মাসের মধ্যে সুমঙ্গল লগ্নিকারীদের টাকা ফেরত না-দেয়, তা হলে সংস্থাটিকে গুটিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করার জন্য কোম্পানি বিষয়ক মন্ত্রকের কাছে সুপারিশ করবে তারা। পাশাপাশি সেবি নির্দেশ দিয়েছে, যত দিন সুমঙ্গল ইন্ডাস্ট্রিজ লগ্নিকারীদের সমস্ত টাকা ফেরত না-দেবে, তত দিন তারা শেয়ার বাজারে লেনদেন করতে পারবে না। প্রসঙ্গত, সুমঙ্গল ইন্ডাস্ট্রিজ সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আলুর ব্যবসায় লগ্নি করার জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানাত। ‘ফ্লেক্সি পটেটো পারচেজ স্কিম’ নামে একটি প্রকল্পের মাধ্যনেই সংস্থা বিনিয়োগ সংগ্রহ করত মানুষের কাছ থেকে। বিজ্ঞাপন দেখে সেবি তদন্ত শুরু করে।
পুরনো খবর: সেবি-র বিরুদ্ধে শুনানি পিছোনোর আর্জি মঞ্জুর
|
চিনিতে শুল্ক বাড়ল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
চিনির আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করল কেন্দ্র। দেশীয় চিনি শিল্পকে চাঙ্গা করতেই এই উদ্যোগ। এর ফলে চিনির দাম বাড়িয়ে চিনিকলগুলি আখ চাষিদের ৯,০০০ কোটি টাকার বকেয়া পাওনা মেটাতে পারবে। চিনি খাতে আমজনতার খরচ অবশ্য এতে বাড়ছেই।
|
উন্নত ক্রেতা পরিষেবার জন্য সম্প্রতি অ্যাকিউরেট কোয়ালিটি সার্টিফিকেশনের থেকে ৯০০১:২০০৮ সার্টিফিকেট পেয়েছে বৌবাজারে দত্ত গিণি প্যালেস। টিকিউএম সার্টিফিকেশন ইন্ডিয়াও দিয়েছে গোল্ড ম্যানুফ্যাকচারিং প্র্যাক্টিস সম্মান। তাই রথযাত্রায় ১৮ জুলাই পর্যন্ত সোনার গয়নার মজুরিতে ২০% ছাড় দিচ্ছে তারা। |