সিপিএম নেতা ধৃত বরাবাজারে
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করার অভিযোগে বরাবাজারের ফতেপুর গ্রাম থেকে পুলিশ মথনচন্দ্র মাহাতো নামে এক সিপিএম নেতাকে ধরেছে। মথনবাবু জিলিং হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি সিপিএমের সিন্ধ্রি লোকাল কমিটির প্রাক্তন সদস্যও। সিপিএমের জেলা সম্পাদক মণীন্দ্র গোপ বলেন, “পুলিশ মিথ্যা অভিযোগে মথনবাবুকে গ্রেফতার করেছে। তাঁকে তৃণমূলের লোকজনই চক্রান্ত করে ফাঁসিয়েছে।” কিছু গ্রামবাসীর অভিযোগ, এ দিন বিকেলে মথনবাবু ফতেপুরে প্রচারের সময়ে কয়েক জন ভোটারকে টাকা দিচ্ছিলেন। ওই গ্রামেরই বাসিন্দা, স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য সঞ্জয় মাহাতোর দাবি, “আমরা টাকার ব্যাগ সমেত মথনবাবুকে আটকে রেখে পুলিশে খবর দিই। পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে।”
|
রেণু-খুন মামলা, স্থগিত সাক্ষ্যগ্রহণ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
তদন্তকারী অফিসার অনুপস্থিত থাকায় রেণু সরকার খুনের মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখল আদালত। আগামী ৩১ জুলাই সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসু। মঙ্গলবার ছিল তদন্তকারী অফিসারের তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ। সরকারী পক্ষের আইনজীবী তপনকুমার দে বলেন, “পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কাজে আটকে যাওয়ার জন্য আদালতে এ দিন উপস্থিত থাকতে পারবেন না বলে আর্জি জানিয়েছিলেন তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষ।” গত বছর ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনের বাগানপাডায় বাড়ির দোতলার ঘরে খুন হন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে নিহত রেণুদেবীর বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদার, দুষ্কৃতী মঙ্গল সাহানি ও সঙ্গী পিন্টু দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন জন জেল হাজতে রয়েছে।
পুরনো খবর: রিকশায় হাসপাতাল গিয়েছিল রেণু-খুনের পাণ্ডা
|
যন্ত্রে আগুন, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
এসএনসিইউ-র পিছন দিকে একটি ঘরে থাকা জামাকাপড় শুকনোর যন্ত্রে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে আতঙ্ক ছড়ায় সিউড়ি জেলা হাসপাতালে। ভারপ্রাপ্ত সুপার সুশান্ত মাকড় বলেন, “যান্ত্রিক ত্রুটির জন্য ওই যন্ত্রে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। দমকলও এসেছিল। তবে কারও কোনও ক্ষতি হয়নি।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
নিজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণের। মৃতের নাম সুমন্ত সূত্রধর (১৬)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের নাস্তিকা গ্রামে। সুমন্ত স্থানীয় কুণ্ডলা পঞ্চায়েতের বিজেপি প্রার্থী গোরাচাঁদ সূত্রধরের ছেলে। সকালে নিজের বাড়িতে পাখা লাগাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। |