রাজ্যে এখনও মমতা-ঝড় বইছে। বাম আমলে উন্নয়নই হয়নি। তৃণমূল পঞ্চায়েতের তিনটি স্তরে জয়লাভ করে উন্নয়নের জোয়ার আনবে। লোকসভা নির্বাচনে সিপিএমকে আর খুঁজে পাওয়া যাবে না। সুযোগ পেলে ভোটে দাঁড়াব।
অমিতকুমার পতি | সাধারণ সম্পাদক, ছাত্র সংসদ |
বিধানসভা ভোটের মতোই পঞ্চায়েতেও তৃণমূলই জিতছে আমি নিশ্চিত। এতে আখেরে উন্নয়নের গতি বাড়বে। আগে ছিটেফোঁটা উন্নয়ন হয়েছে। ভোটে দাঁড়াতে পারলে মূল সমস্যাগুলি দূর করার চেষ্টা করব।
সৌগত মাহাতো | তৃতীয় বর্ষের ছাত্র |
বাসস্ট্যান্ড নয়। ভোটের জন্য বিষ্ণুপুরে জড়ো করা হয়েছে বাস। ছবি: শুভ্র মিত্র। |
তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়ন আরও হবে। তবে পরিবর্তনের ঝড় এখনও কতটা তেজি, সেটা ভোট না মিটলে বোঝা যাবে না। এই প্রথমবার ভোট দেব। ভোটে দাঁড়ানোরও ইচ্ছে রয়েছে।
দেবযানী পাইন | তৃতীয় বর্ষের ছাত্রী |
মমতা-ম্যাজিক বিধানসভা ভোটের মতো ততটা জোরালো নয়। হাওয়া পাল্টাচ্ছে। তবে যেই আসুক এ বার উন্নয়নের কাজ আরও হবে। এই ভোট লোকসভার সেমিফাইনাল কি না এখনই মন্তব্য করা ঠিক হবে না।
মানিক গড়াই | তৃর্তীয় বর্ষের ছাত্র |
তথ্য ও ছবি: দেবব্রত দাস। |
|