|
|
|
|
জঙ্গিদের এসপি-র গাড়ি চেনায় যুবক |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
শিস বাজিয়ে জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের পাকুড়ের পুলিশ সুপারের গাড়ি দেখিয়ে দিয়েছিল এক যুবক। আজ অভিযুক্তকে গ্রেফতারের পরে এমনই দাবি জানাল পুলিশ।
তদন্তকারীদের বক্তব্য, এসপি যে পুলিশের গাড়িতে যাচ্ছেন না, তা জানত স্বপন দেশরা নামে ওই যুবক। তারই ইশারার পর পুলিশ সুপারের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা।
দুমকার পুলিশ সুপার নির্মলকুমার মিশ্র জানান, অমরাতলার ওই জঙ্গলের রাস্তায় দাঁড়িয়েছিল স্বপন। জেরায় সে জানিয়েছে, পাকুড়ের পুলিশ সুপারের গাড়ি দেখতে পেয়েই সে শিস দেয়। সেটাই ছিল জঙ্গিদের জন্য সংকেত। না-হলে জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা পুলিশ সুপারের গাড়ি কোনটা বুঝতে পারত না।
গত মঙ্গলবার দুমকায় বৈঠক সেরে পাকুড়ে ফেরার পথে
কাঠিকুণ্ড এলাকার অমরাতলায় মাওবাদী হামলায় নিহত হন পুলিশ সুপার অমরজিৎ-সহ আরও ৬ জন পুলিশ কর্মী। আজ কাঠিকুণ্ড থানার পুলিশ পোখরা জঙ্গলে তল্লাশি চালানোর সময় স্বপনকে গ্রেফতার করে। ধৃতকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জেনেছে, ২৯ জুন এবং ১ জুলাই কাঠিকুণ্ডেই এক বৈঠকে পুলিশ সুপার বলিহারকে খুনের ছক কষে জঙ্গিরা। সেখানে ঝাড়খণ্ডের কয়েকজন মাওবাদী নেতা হাজির ছিলেন। ওই ছকের কথা অন্যদের জানিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, মাওবাদী কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে স্বপন। ২০০৯ সালে কাঠিকুণ্ডে পুলিশের ওপরে হামলা চালিয়েছিল মাওবাদীরা। জঙ্গিদের গুলিতে স্থানীয় থানার পুলিশ অফিসারের মৃত্যু হয়। ওই ঘটনাতেও গ্রেফতার হয় স্বপন। ২০১২ সালে জেল থেকে ছাড়া পায় সে। তারপর ফের মাওবাদী কার্যকলাপে যোগ দেয়।
|
পুরনো খবর: মাওবাদী হানা এ বার রাজ্যের দোরে, এসপি-সহ হত ৭ পুলিশ |
|
|
|
|
|