|
|
|
|
আডবাণীর প্রস্তাব মেনে হল কমিটি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সম্পর্কের তিক্ততা কাটিয়ে লোকসভার যুদ্ধে ঝাঁপাতে চাইছেন লালকৃষ্ণ আডবাণী ও নরেন্দ্র মোদী।
চার দিন আগেই বিজেপি-র সংসদীয় বোর্ডে আডবাণীর পাশে বসানো হয়েছিল মোদীকে। আজ ফের আর একটি সংসদীয় বোর্ডের বৈঠকে তাঁরা পাশাপাশি। সরসঙ্ঘচালক মোহন ভাগবতও বিজেপি নেতাদের ঐক্যের ছবি তুলে ধরতে বলেছেন। তা মেনে নিয়ে মোদীর নেতৃত্বে যে নির্বাচনী প্রচার কমিটি গঠিত হয়েছে, আজ তার কাঠামোয় সায় দিয়েছেন আডবাণী। আবার আডবাণী যে একটি পৃথক নির্বাচনী পরিচালনা কমিটি গড়ার প্রস্তাব দিয়েছিলেন, তা-ও মেনে নেওয়া হয়েছে। |
|
দলের সংসদীয় বোর্ডের বৈঠকে রাজনাথ সিংহ,
লালকৃষ্ণ আডবাণী ও নরেন্দ্র মোদী। ছবি: রমাকান্ত কুশওয়াহা |
বিজেপি-র এক শীর্ষ নেতার কথায়, “লোকসভা ভোটের আগে দলের ঐক্যের ছবি দেখানোটাই সব থেকে বড় বিষয়। আডবাণী ও মোদীও পারস্পরিক তিক্ততা মিটিয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চলার চেষ্টা করছেন।” আডবাণী গোড়া থেকেই চাইছিলেন, মোদীকে প্রচার কমিটির প্রধান করা হলেও তিনি যাতে বাড়তি গুরুত্ব না পান। সমঝোতা সূত্র হিসেবে স্থির হয়েছে, পৃথক নির্বাচনী পরিচালনা কমিটি, প্রচার কমিটি এবং ইস্তাহার কমিটি গঠন করা হবে।
আডবাণীর কথা মেনে নিকমিটি গঠন করা হলেও এই কমিটির সদস্য মনোনয়নের ভার মোদী ও রাজনাথ সিংহের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আজ নিজেদের মধ্যে আলোচনাও করেছেন ওই দুই নেতা। আডবাণীকে খুশি রাখতে নির্বাচনে যুব সম্প্রদায়কে একত্রিত করার দায়িত্ব মোদী তুলে দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতা মুরলীধর রাওয়ের হাতে।
বিজেপি-র এক নেতার কথায়, “আডবাণীও বুঝতে পারছেন, বর্তমান পরিস্থিতিতে আসন বাড়ানোর ক্ষমতা একমাত্র মোদীরই আছে। সম্প্রতি আডবাণীর সঙ্গে একান্ত বৈঠকে অরুণ জেটলি তাঁকে বুঝিয়েছেন যে মোদীকে সামনে তুলে ধরা ছাড়া এখন আর কোনও উপায় নেই।”
তবে দলের অনেকেরই আশঙ্কা, আডবাণী এই মুহূর্তে মোদীর সঙ্গে সম্পর্ক মেরামত করে এগোনোর চেষ্টা করলেও ভোটের পর সমীকরণ বদলে যেতে পারে। তখন যদি সরকার গড়ার থেকে সামান্য কিছু সাংসদ বিজেপি-র কম থাকে, তা হলে শরিক সংগ্রহের জন্য মোদীকে পিছনে ঠেলে দেওয়া হতে পারে। কারণ, মোদীর নেতৃত্বে যে জোট গড়া সম্ভব নয়, সেটা মোটের উপর পরিষ্কার। তখন অন্য কোনও গ্রহণযোগ্য নেতার নাম তুলে আনা হতে পারে।
ফলে আপাত ভাবে সংঘাত মিটলেও তলে তলে কেউ হাল ছাড়েননি। এই মুহূর্তে ঐক্যের যে ছবি উঠে আসছে, তাকেই এখন শুভ লক্ষণ বলে মনে করছেন বিজেপি নেতারা।
|
পুরনো খবর: মোদীর পাশে আডবাণী, ঐক্যের ছবি বিজেপির |
|
|
|
|
|