টুকরো খবর |
আজ ঝাড়খণ্ড পেতে পারে নয়া সরকার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঝাড়খণ্ডে বিকল্প সরকার গঠনের প্রস্তাব নিয়ে আগামিকাল রাজ্যপাল সৈয়দ আহমেদের সঙ্গে দেখা করতে পারেন কংগ্রেস, জেএমএম, আরজেডি বিধায়করা। তাঁদের সঙ্গে থাকতে পারেন কয়েক জন নির্দল বিধায়কও। বিকল্প সরকার গঠন নিয়ে আজ দুপুরে মোরাবাদির বাসভবনে দলের নেতা-বিধায়কদের সঙ্গে বৈঠক করেন জেএমএম প্রধান শিবু সোরেন। দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “বিকল্প সরকার তৈরির প্রস্তাব নিয়ে আগামী কাল রাজ্যপালের কাছে যাওয়া হবে। তাতে সব দলের প্রতিনিধিরাই থাকবেন।” শিবু সোরেনের ছেলে হেমন্তকে ওই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে তারা। বিধানসভায় ‘ম্যাজিক-সংখ্যা’য় পৌঁছতে নির্দল কয়েকজন বিধায়কেরও সমর্থন প্রয়োজন হতে পারে নতুন রাজনৈতিক জোটের। রাজনৈতিক মহলের খবর, মান্দারের নির্দল বিধায়ক বন্ধু তিরকি মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
|
ত্রিপুরায় জ্যোতি বসুর জন্মশতবার্ষিকী পালন
সংবাদসংস্থা • আগরতলা |
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মশতবার্ষিকী পালন করল সিপিএম-এর ত্রিপুরা রাজ্য কমিটি। দলের রাজ্য সম্পাদকমণ্ডলী সূত্রে জানা গিয়েছে, আজ থেকে ২০১৪ সালের ৮ জুলাই পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে জ্যোতিবাবুর সাত দশকের রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা চলবে। রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, ‘‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জ্যোতিবাবুর জীবন এবং কর্মকাণ্ড নিয়ে আলোচনা মূল্যবান এবং প্রাসঙ্গিক।’’
|
শিলচরে জরুরি অবতরণ বিমানের
সংবাদসংস্থা • শিলচর |
যান্ত্রিক সমস্যার জেরে শিলচর বিমানবন্দরে জরুরি অবতরণ করল কলকাতাগামী ‘এয়ার ইন্ডিয়া’র একটি বিমান। পৌনে এক ঘণ্টা পর ফের সেটি গন্তব্যের দিকে রওনা দেয়। আজ দুপুরে ঘটনাটি ঘটে। শিলচরে ‘এয়ার ইন্ডিয়া’র কর্তা দেবাশিস দাশগুপ্ত জানান, চাকার ঢাকনায় কিছু যান্ত্রিক সমস্যা হয়েছিল। সেটি ঠিক করিয়ে নেওয়া হয়। ১৩৯ জন যাত্রী নিয়ে এআই ৭৫৪ বিমানটি নিরাপদেই কলকাতায় অবতরণ করেছে।
|
মান্দাই গণহত্যার মূল অভিযুক্ত ধৃত
সংবাদসংস্থা • আগরতলা |
পশ্চিম ত্রিপুরার মান্দাইয়ে ১১ জন সিপিএম কর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত হুসেন মিঞাকে গ্রেফতার করা হয়েছে। ২০০৩ সালে জিরানিয়া মহকুমার মান্দাই এলাকার শচীন্দ্রনগরে সিপিএমের ওই কর্মীদের খুন করেছিল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, সেই ঘটনায় মূল অভিযুক্ত হুসেন মিঞা। সে মান্দাইয়ের বাসিন্দা। পরিচয় বদলে এতদিন অন্য জায়গায় লুকিয়ে ছিল। পুলিশ সূত্রের খবর, গত রাতে হুসেন এলাকায় ফেরে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
|
হাইলাকান্দিতে অপহৃত ব্যবসা
সংবাদসংস্থা • শিলচর |
মুক্তিপণের জন্য দক্ষিণ হাইলাকান্দিতে এক ব্যবসায়ীকে অপহরণ করল সশস্ত্র দুষ্কৃতীরা। গত রাতে রামনাথপুর থানার বেতছড়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অপহৃতের নাম বাহারুদ্দিন বড়ভুইয়া। পানের ব্যবসা রয়েছে তাঁর। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, পানের খেতে শ্রমিকদের কাজের তদারকি করছিলেন ওই ব্যক্তি। তাঁর ভাই একলাসউদ্দিনও সেখানে ছিলেন। তখনই দুষ্কৃতীরা হানা দেয়। অস্ত্র দেখিয়ে দু’জনকেই তুলে নিয়ে যায় তারা। পরে, দাদাকে ফেরাতে ১০ লক্ষ টাকা মুক্তিপণ জোগাড় করার জন্য একলাসউদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ অপহৃতের খোঁজ চালিয়ে যাচ্ছে।
|
বালিকাকে ধর্ষণ
সংবাদসংস্থা • গুয়াহাটি |
বালিকার যৌন নিগ্রহের ঘটনাকে ঘিরে পূর্ব ইম্ফলের ফাকুং এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ সূত্রে খবর, দিন দুয়েক আগে কাংগুজাম লোকেন নামে এক ব্যক্তি ১১ বছরের ওই বালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। লোকেন সম্পর্কে মেয়েটির কাকা। অভিযুক্ত পলাতক।
|
ব্যাহত উদ্ধারকাজ
সংবাদসংস্থা • দেহরাদূন |
উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। সোমবার খারাপ আবহাওয়ার মধ্যেই ভারতীয় বায়ুসেনার বিমান কেদারনাথ-সহ অন্যান্য দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী ফেলার চেষ্টা করেছিল। কিন্তু দৃশ্যমানতা কম হওয়ার কারণে তা সম্ভব হয়নি। বিমানগুলি দেহরাদূনে ফিরে এসেছে। তবে খারাপ আবহাওয়ার মধ্যেই সোমবার মৃতদের শেষকৃত্যের কাজ হয়েছে।
পুরনো খবর: আবার বৃষ্টি শুরু দেবভূমিতে, থমকে উদ্ধারের কাজ |
|