|
|
|
|
আবার বৃষ্টি শুরু দেবভূমিতে, থমকে উদ্ধারের কাজ |
সংবাদসংস্থা • দেহরাদূন |
সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা। ১৫ জুলাই। এর মধ্যে যাঁদের খোঁজ মিলবে না তাঁদের মৃত বলে ঘোষণা করবে রাজ্য। তার পরই শুরু করে দেওয়া হবে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া। সরকারি হিসেব বলছে, উত্তরাখণ্ডে এখনও নিখোঁজ ৩,০৬৪ জন।
এই সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে সেনাও। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই বৃষ্টিই। রাজ্য আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ফের বৃষ্টি শুরু হয়েছে রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশী-সহ উত্তরাখণ্ডের নানা জেলায়। পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভাগীরথী এবং অলকানন্দার জল। এ বার সময় থাকতেই বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। রাস্তা সারানোর কাজ শুরু হয়েছিল, তবে তা-ও আটকে রয়েছে বৃষ্টির জন্য। |
|
নিখোঁজের সন্ধানে ড্রোন। স্বয়ংচালিত আকাশযানে
জোড়া রয়েছে ক্যামেরা। গুপ্তকাশীতে। ছবি: পিটিআই |
সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব সুভাষ কুমার হেলিকপ্টার করে ঘুরে দেখেন বিধ্বস্ত এলাকাগুলি। যান বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলিতেও। আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছিলেন, ১৫ জুলাইয়ের মধ্যে রাস্তাগুলির মেরামতি শেষ করে ফেলতে হবে। মেঘ-কুয়াশায় কমে গিয়েছে দৃশ্যমানতা। ফলে হেলিকপ্টার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। অসুবিধা হচ্ছে উদ্ধারকাজ চালাতে। বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলিতে ত্রাণসামগ্রী পৌঁছে দিতেও সমস্যায় পড়তে হচ্ছে সেনাবাহিনীকে। ফলে সরকারি গুদামগুলিতে জমছে টন টন ত্রাণসামগ্রী। এরই মধ্যে উত্তরকাশীর জেলাশাসকের বিরুদ্ধে ত্রাণসামগ্রী নয়ছয়ের অভিযোগ ওঠায় তাঁকে শনিবার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
কেদারঘাটিতে প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় কার্যত থমকে গিয়েছে গণদাহের কাজও। ডিজিপি সত্যব্রত বনশল জানিয়েছেন, গত কয়েক দিনে আরও ২৩ জনের অন্ত্যেষ্টি করা গিয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত ৭২ জনের শেষকৃত্য করা গিয়েছে বলেও জানান তিনি। |
পুরনো খবর: উত্তরাখণ্ড নিয়ে কংগ্রেস ও বিজেপি-র টুইট-টক্কর |
|
|
|
|
|