টুকরো খবর
কংগ্রেসের ধিক্কার মিছিল, সভা
রাজ্যর অনিচ্ছার কারণেই হলদিবাড়ি পুরসভায় সময়মতো নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করে, রবিবার ধিক্কার মিছিল ও সভা করল ব্লক কংগ্রেস। কংগ্রেস কর্মীরা রবিবার বিকেলে হলদিবাড়িতে একটি ধিক্কার মিছিল বার করেন। শহরের ব্যস্ত কয়েকটি এলাকায় পথসভাও করেছে কংগ্রেস। হলদিবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি তরুণ দত্ত বলেন, “রাজ্য সরকার নির্বাচন করতে চাইছে না। সংবিধানকে মানতে চাইছে না। এর আগে কখনও এরকম হয় নি। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।” হলদিবাড়ি পুরসভা সুত্রে জানা গিয়েছে, আগামী ২৩ জুলাই হলদিবাড়ি পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। গত ২০ বছর ধরে হলদিবাড়িতে কংগ্রেস পুরবোর্ড চালাচ্ছে। আগামী ২৩ জুলাইয়ের পর হলদিবাড়ি পুরসভায় অচলাবস্থার সৃষ্টি হবে বলে কংগ্রেসের আশঙ্কা। মেখলিগঞ্জের মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি বলেন, “হলদিবাড়ি পুরসভার নির্বাচন হওয়ার বিষয়ে কোনও নির্দেশিকা হাতে এসে পৌঁছয় নি। মেয়াদ শেষ হওয়ার পর কী করে হলদিবাড়ি পুরসভা চলবে তা নিয়ে খুব শিগগিরি নির্দেশ আসবে বলে আশা করছি।” যদিও তৃণমূলের ব্লক সভাপতি গোপাল রায় বলেন, “রাজ্য সরকার সব সময়েই সংবিদানকে মর্যাদা দিয়েছে। যারা পঞ্চায়েত ভোট ভেস্তে দিতে চেয়েছিল, তারাই মিথ্যে অপপ্রচার করে চলেছে।”

জলে দুর্ভোগ ইসলামপুরে
শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে প্লাবিত উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা। জলবন্দি স্থানীয় বাসিন্দারা। ইসলামপুরের মরাগতির নন্দনগছ, পন্ডিতপোতা ২,গোয়ালপোখর পাঞ্জি পাড়া, চোপড়ায় মরাগতির নন্দনগছ এলাকার বাড়িগুলিতে জল ঢুকেছে। মরাগতির দুর্গতরা রাস্তায় আশ্রয় নিয়েছে। মরাগতি গ্রামে শনিবার রাত থেকে জল ঢুকে পড়ে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এসে বাসিন্দাদের গবাদি পশু সহকারে সীমান্ত সড়কে আশ্রয় নেওয়ার অনুমতি দেন। ত্রাণ অপ্রতুল বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। পাঞ্জিপাড়া জলবন্দি হয়ে পড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় সেতু বানানোর পরিবর্তে ছোট কালভার্ট তৈরি করায় সমস্যা হয়েছে। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নারবু ভুটিয়া বলেন, “বৃষ্টির জলে কিছু এলাকা প্লাবিত। বিডিওদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।” নালিশ। কংগ্রেস সমর্থক এক মৎস্যজীবীর নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার বালুরঘাটে খিদিরপুর আত্রেয়ীঘাটে ঘটনাটি ঘটেছে। রবিবার মৎস্যজীবী অবনী সরকার অভিযোগ করেছেন। হিলি থানার ত্রিমোহিনী এলাকায় বিজেপির পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে দলের তরফে অভিযোগ করা হয়েছে।

পাচারকারীর গুলিতে হত
গরু পাচারকারীর গুলিতে সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে গোয়ালপোখর থানার বড়বিল্লা সীমান্ত এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম সুরেন্দর সিংহ (২২)। তাঁর বাড়ি উত্তর প্রদেশের মেনপুড়ি জেলায়। গত ২০১২ সালে তিনি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বড়বিল্লা সীমান্তে বিএসএফের কনস্টেবল পদে যোগ দেন। বিএসএফ সূত্রের খবর, রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার করছিলেন ৪৫ জনের এক পাচারকারী দল। সুরেন্দর সিংহ-সহ আরও এক জন জাওয়ান তাদের তাড়া করেন। পাচারকারীদের সঙ্গে দুই জওয়ানের ধস্তাধস্তি হয়। এর মধ্যে পাচারকারীদের এক জন ওই জওয়ানের আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নিয়ে তাঁক গুলি করে দেন বলে অভিযোগ। তার পরে আগ্নেয়াস্ত্রটি ফেলে দলটি পালায়। জখম অবস্থায় তাঁকে বিহারের কিসানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “পাচারকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”

জামিনে মুক্তি চেয়ারম্যানকে
১৬ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান সুবল বসাক এবং প্রাক্তন চেয়ারম্যান তথা দলের জোনাল সম্পাদক বলরাম ঘোষ। রবিবার বালুরঘাট জেলে আদালতের নির্দেশ পৌঁছলে তাঁদের মুক্তি দেওয়া হয়। বেআইনি অস্ত্র রাখার মামলায় ধৃত সিপিএম নেতা অচিন্ত্য চক্রবর্তীর জামিন আবেদন নাকচ হওয়ায় তিনি মুক্তি পাননি। সুবলবাবু ও বলরামবাবু জেল থেকে বেরিয়ে গঙ্গারামপুরের পার্টি অফিসে যান। সেখানে জোনাল সম্পাদক বলরামবাবু বলেন, “ভোটের আগে দলের নেতা কর্মীদের মিথ্যা মামলায় ধরে পঞ্চায়েত দখলের ছক কষেছে শাসক দল। পুলিশের একাংশ সামিল। মানুষ এর বিচার করবেন।”

পুরনো খবর:
বৃদ্ধার মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরে হিলি থানার পাঞ্জুল এলাকার ঘটনা। মৃতের নাম শেহেরা বেওয়া (৫২)। কুমারগঞ্জের বাসিন্দা বৃদ্ধা পাঞ্জুলে মেয়ের বাড়িতে এসেছিলেন। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.