মিশরের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মহম্মদ এলবারাদেইয়ের নাম ঘোষণা করায় খুশির জোয়ার বয়ে গিয়েছিল তাহরির স্কোয়ারে। কিন্তু ২৪ ঘণ্টা কাটার আগেই এল সংশোধনী। অন্তর্বর্তী প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ আল-মুসলিমানি জানালেন, অন্য প্রার্থীদের মধ্যে এলবারাদেই ‘যুক্তিসম্মত পছন্দ’। এখনও কোনও নাম চূড়ান্ত হয়নি। আলাপ আলোচনা পর সোমবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে।
কেন হঠাৎ এই মত পরিবর্তন?
এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে সালাফিস্ট নূর পার্টি। মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পর আপাতত যে জোটের হাতে মিশরের শাসনভার, তাতে সামিল হয়েছে মুরসি-বিরোধী সংরক্ষণবাদী দলগুলিও। সালাফিস্ট তাদেরই অন্যতম। এলবারাদেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলে জোট ছাড়ার হুমকি দেন ওই দলের শীর্ষ নেতারা। দোহা সেন্টারের মিশর বিশেষজ্ঞ সাদি হামিদ মনে করেন, আলবারাদেই উদারপন্থী। তা-ই মুলসিম ব্রাদারহুডের বা অন্য কট্টরপন্থী দলগুলির সঙ্গে সম্পর্ক মধুর নয়। সে কারণে তিনি ক্ষমতায় এলে মুসলিম ব্রাদারহুডের সমস্যা বাড়বে বই কমবে না। সমস্যা হবে বাকি কট্টরপন্থী দলগুলিরও। তা-ই বিরোধিতা। হোসনি মুবারকের পর মিশরে প্রথম গণতান্ত্রিক নির্বাচনেও প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র পেশ করেন এলবারাদেই। কিন্তু পরে নানা মতবিরোধের জেরে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। শনিবার মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মনসুরের সঙ্গে প্রায় ঘণ্টা দু’য়েক বৈঠক করেন এলবারাদেই। এলবারাদেই রবিবার মুসলিম ব্রাদারহুডকে মিশরের উন্নয়নে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। আশ্বাস দিয়েছেন, অকারণে কাউকে আদালতে টেনে নিয়ে যাওয়া হবে না। |
ফের হার আওয়ামি লিগের
সংবাদসংস্থা • ঢাকা
|
বাংলাদেশে আরও এক সিটি কর্পোরেশনে পর্যুদস্ত হল আওয়ামি লিগ। তাদের গড় হিসেবে পরিচিত গাজিপুরে বিরোধী জোটের প্রার্থী জয়ী হয়েছেন এক লক্ষ ছ’হাজার ভোটে। সম্প্রতি পাঁচটি সিটি কর্পোরেশন হাতছাড়া হওয়ার পরে গত সপ্তাহেই কিশোরগঞ্জের সংসদীয় আসনের উপনির্বাচনে জিতেছিল আওয়ামি লিগ। শাসক দল দাবি করে, তারা ফের মানুষের সমর্থন ফিরে পাচ্ছে। সেই সময়েই ফের বিপর্যয়। |