টুকরো খবর |
হাজত থেকে পালাল ২ বন্দি
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
পুলিশকর্মীকে ধাক্কা মেরে থানার হাজত থেকে পালাল দুই বিচারাধীন বন্দি। শনিবার ভোরে অসমের কোকরাঝাড়ের বগরিবাড়ি থানার ঘটনা। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ওই দুই বিচারাধীন বন্দির নাম মহিরুল হুসেইন এবং মবিনুর আহমেদ। এদের দুজনেরই বাড়ি ধুবুরি জেলার সুর্যখাতা গ্রামে। বগরিবাড়ি এলারা থেকে বাইক চুরি এবং একাধিক অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১ জুন পুলিশ দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের ২ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় জেলা আদালত।
|
মুলায়মকে তোপ
নিজস্ব সংবাদদাতা • লখনউ |
ফের মুলায়মের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বেণীপ্রসাদ বর্মা। তাঁর অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে মুলায়ম অযথা সাম্প্রদায়িক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। সম্প্রতি বেণীই মন্তব্য করেছিলেন, “প্রধানমন্ত্রী হতে চান মুলায়ম। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে ঝাড়ুদারের চাকরি জোগাড় করে দেখান।”
|
অস্ট্রেলিয়া যাচ্ছেন উপাচার্য |
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে যৌথ উদ্যোগে পঠনপাঠনের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী পল্লম রাজু। তাঁর সঙ্গে যাচ্ছেন ইউজিসি-র চেয়ারম্যান বেদ প্রকাশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, মুম্বই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর বেলুকর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীনেশ সিংহ এবং পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্র কৃষ্ণমূর্তি-সহ উচ্চ স্তরের প্রতিনিধি দল। আগামী ১১ ও ১২ জুলাই সিডনিতে অস্ট্রেলিয়ার শিক্ষা কর্তা ও সেখানকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন এ দেশের প্রতিনিধিরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শনিবার বলেন, “এই বিশ্বায়নের সময়ে অন্য দেশের সঙ্গে শিক্ষা ক্ষেত্রে আদানপ্রদান খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রক্রিয়ায় এ রাজ্যের যুক্ত হতে পারাটা খুবই ইতিবাচক।”
|
সুস্থ হচ্ছেন মান্না দে |
মাস দেড়েক ধরে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকার পরে মান্না দে-র অবস্থা এখন অনেকটাই ভাল বলে জানালেন বেঙ্গালুরুর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জেনারেল ম্যানেজার (কর্পোরেট রিলেশনস) কে এস বাসুকি এ কথা জানান। বাসুকির কথায়, “সুখবর হচ্ছে, মান্না দে-কে ভেন্টিলেটর থেকে সরিয়ে রাখা হয়েছে। তাঁর ডায়ালিসিস চললেও তিনি যথেষ্ট সজাগ। চোখ খুলছেন, এমনকী গানও শুনছেন।” ৯৪ বছরের প্রবীণ শিল্পীর আত্মীয়দের সূত্রেও জানা গিয়েছে, মান্নাবাবু এখন উঠে বসতে পারছেন। হাল্কা তরল খাবারও খাচ্ছেন। তাঁর নিজস্ব গানের সংগ্রহ থেকে কিছু সিডি (মূলত যন্ত্রসঙ্গীত) হাসপাতালে বাজানোও হচ্ছে। নিউমোনিয়া এবং কিডনি বিপর্যয়ের জেরে মান্নাবাবুকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
|
পুরনো খবর: হাসপাতালে ভর্তি মান্না দে
|
নীতীশ-শিবিরে যোগ বিজেপি নেতার |
নীতীশ-শিবিরে যোগ দিলেন বিহারের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি-র মহাদলিত নেতা রামজী দাস রিশিদেও। আজ পটনায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে জেডিইউ-তে যোগ দেন আরারিয়ার ওই নেতা। রাজ্যে প্রথম এনডিএ আমলে মন্ত্রী হলেও, পরবর্তী নির্বাচনে তাঁকে মনোনয়ন দেয়নি বিজেপি। রাজনৈতিক মহলের অনুমান, রিশিদেও জেডিইউ-তে যোগ দেওয়ায় মহাদলিত সমাজে নীতীশ কুমারের সংগঠন আরও মজবুত হওয়ার সম্ভাবনা তৈরি হল।
|
আত্মসমর্পণ ১৯ কুকি জঙ্গির |
অস্ত্র-সহ আত্মসমর্পণ করল কুকি জঙ্গি সংগঠন কেএনএলএফ-এর ১৯ জঙ্গি। আজ মণিপুরে আসাম রাইফেল্স-এর কর্তাদের হাতে অস্ত্র তুলে দেয় ওই জঙ্গিরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই অস্ত্রগুলির মধ্যে রয়েছে ৩টি এম ১৬ রাইফেল, ১টি এম ১৫ রাইফেল, দুটি এ কে ২২ রাইফেল, একটি মার্কিন কার্বাইন, একটি পিস্তল, একটি মর্টার এবং প্রচুর কার্তুজ, বোমা। মেঘালয়ের গারো পাহাড়ে চোকপট থেকে তুরা আসার পথে সিমেন্ট-বোঝাই একটি ট্রাকের চালক ও খালাসিকে অপহরণ করে জঙ্গিরা।
|
চার্জ গঠন নিয়ে রায় |
গুড়িয়াকে ধর্ষণ করার অভিযোগ ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কি না, তা নিয়ে ১১ জুলাই রায় দেবে দিল্লির একটি আদালত। এপ্রিল মাসে পাঁচ বছরের গুড়িয়াকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় মনোজ এবং প্রদীপ নামের দুই যুবককে।
|
পুরনো খবর: পুলিশের ভূমিকা নিয়ে ফের ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
|
হৃদরোগে মৃত্যু তীর্থযাত্রীর |
অমরনাথ দর্শন করে বালতাল বেস ক্যাম্পে ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক তীর্থযাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সতীন্দ্র সোনি। তিনি পঞ্জাবের লুধিয়ানা প্রদেশের বাসিন্দা। শুক্রবার অমরনাথ দর্শন করেন তিনি। এই নিয়ে অমরনাথ যাত্রায় মারা গেলেন তিন জন তীর্থযাত্রী।
|
বিদেশিনিকে যৌন হেনস্থা |
বছর তিরিশের এক বিদেশিনিকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হল চার কলেজ পড়ুয়া। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে গুড়গাঁওয়ের একটি হোটেল থেকে উগান্ডার ওই মহিলাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় চার জন। মাঝ পথে তিনি চেঁচামেচি শুরু করলে, মহিলাপুরে তাঁকে নামিয়ে দেয় অভিযুক্তেরা।
|
নিগৃহীতা যুক্তামুখী |
স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে এফআইআর করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী যুক্তামুখী। নিউ ইয়র্কের ব্যবসায়ী প্রিন্স টুলির সঙ্গে বিয়ে হয় যুক্তামুখীর। এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিশ্বসুন্দরীর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। তবে তাঁর স্বামীকে এখনও গ্রেফতার করা হয়নি।
|
১৯৮৩ থেকে |
গত ৩০ বছরে দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নাম-ঠিকানা, মামলার বিবরণ এবং ছবি-সহ একটি তালিকা প্রকাশ করল দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত এই তালিকায় নাম রয়েছে ৬৬৪ জনের।
|
দেহ উদ্ধার |
ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসা এক অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। |
|