|
|
|
|
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা |
নীতীশের বিহারকে ১২ বছরে সর্বাধিক টাকা দিল কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নীতীশ কুমারের বিহারকে ১২ বছরের মধ্যে এ বার সবচেয়ে বেশি টাকা দিল কেন্দ্রের ইউপিএ সরকার।
আজ পটনায় এ কথা জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি। সকালে প্রদেশ কংগ্রেসের দফতরে পৌঁছনোর পর জয়রাম জানান, রাজ্যের ১০টি মাওবাদী প্রভাবিত জেলায় সড়ক তৈরি এবং উন্নয়নে ৪ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকায় ৫ হাজার ৭০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে।
মন্ত্রী বলেন, “দেশে ৮২টি জেলা মাওবাদী প্রভাবিত। তার মধ্যে পঞ্চাশটি জেলায় আমি নিজে গিয়েছি। মাওবাদী মোকাবিলায় ওই সব জেলায় গ্রামগুলির আরও উন্নয়ন করতে হবে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ওই টাকা দিচ্ছে কেন্দ্র।”
কেন্দ্রীয় নিয়মে বর্তমানে ১০০ দিনের কাজে ন্যূনতম মজুরি ১৩৮ টাকা। কয়েকটি রাজ্যের সরকার ‘ন্যূনতম মজুরি আইন’ অনুযায়ী তার থেকে বেশি মজুরি দেয়। এ বিষয়ে প্রশ্নের জবাবে রমেশ বলেন, “১০০ দিনের কাজ পৃথক একটি প্রকল্প। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দু’দফায় কথা হয়েছে। কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনার আর্জি জানিয়েছেন। দ্রুত এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
উল্লেখ্য, ১০০ দিনের কাজের প্রকল্পে বিহার ন্যূনতম মজুরি ধার্য করেছে ১৬৮ টাকা। এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছেদ করার পর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দিন নাম না-তুলেও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে নীতীশ বলেছিলেন, “যে সব রাজ্যের উন্নয়নের মডেলের কথা প্রচার করা হচ্ছে, সেখানে ন্যূনতম মজুরি তো বিহারের চেয়ে কম।” |
|
|
|
|
|