|
|
|
|
রামমন্দিরের প্রসঙ্গ উস্কে দিল বিজেপি |
সংবাদসংস্থা • অযোধ্যা |
ফের অযোধ্যায় রামমন্দির গড়ার প্রসঙ্গ তুলল বিজেপি। নরেন্দ্র মোদী দলের প্রচার কমিটির দায়িত্ব পাওয়ার পরে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে ধারণা অনেকের।
আজ অযোধ্যায় অস্থায়ী রামমন্দিরে যান মোদী-ঘনিষ্ঠ অমিত শাহ। দলের সাধারণ সম্পাদক হিসেবে উত্তরপ্রদেশের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম রামমন্দিরে এলেন তিনি। শাহ বলেন, “অযোধ্যায় রামমন্দির গড়ে রামকে আবার তাঁর স্বস্থানে যাতে ফিরিয়ে দিতে পারি, সেই প্রার্থনা জানিয়েছি আমি।” তাঁর কথায়,“কংগ্রেসকে তাড়িয়ে যাতে দেশে সুশাসন আনা যায় সে প্রার্থনাও জানিয়েছি।”
শাহের মন্তব্যের পরেই নানা শিবিরে জল্পনা শুরু হয়ে যায়। বিজেপি সূত্রের খবর, আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে অন্তত ৪০টি দখল করতে চায় বিজেপি। |
|
নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ নেতা অমিত শাহ অযোধ্যায়। শনিবার। ছবি: পিটিআই |
তা হলে কেন্দ্রে সরকার গঠনের খেলায় অনেক দূর এগিয়ে থাকবে তারা। তাই ফের রামমন্দির প্রসঙ্গ উস্কে দিয়েছেন শাহ।
প্রত্যাশিত ভাবেই শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস-সহ অন্য দলগুলি। বিদেশমন্ত্রী সলমন খুরশিদের বক্তব্য, “বার বার বিজেপি এই প্রসঙ্গ তুলছে। কিন্তু, সরকারে থাকার সময়ে ওরা এই বিষয়ে পদক্ষেপ করল না কেন?” তাঁর কথায়,“ অযোধ্যা প্রশ্ন এখন সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। তাই এই বিষয়ে কোনও মন্তব্যই করা উচিত নয়।” তথ্য ও সম্প্রচারমন্ত্রী মণীশ তিওয়ারি বলেছেন, “বিজেপি-র স্বভাব রাবণের মতো। ওদের ঠিক ভোটের আগে রামকে মনে পড়ে। এই মানসিকতা থেকে বেরোলে তবে ওরা রামের সাক্ষাৎ পাবে।”
সিপিআইয়ের ডি রাজার মতে, আরএসএসের নির্দেশে ফের হিন্দুত্বের রাজনীতি শুরু করার চেষ্টা করছে বিজেপি। “বহিরাগতরা” উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে মনে করেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব। |
|
|
|
|
|