টাকা দিয়েও কেন দলিল মেলেনি, প্রশ্ন বিমানের |
নিউটাউনে জ্যোতি বসুর নামে রিসার্চ সেন্টার গড়ার জন্য দু’বছর আগে সাড়ে চার কোটি টাকা জমা দিয়েও কেন তারা জমির বৈধ অধিকার (দলিল) পাচ্ছে না, পঞ্চায়েত ভোটের পরে সরকারের কাছে তা জানতে চাইবে সিপিএম। শনিবার দলের রাজ্য সম্পাদক বিমান বসু এ কথা জানিয়েছেন।
নিউটাউনে জ্যোতিবাবুর নামে রির্সাচ সেন্টার গড়ে তোলার জন্য সিপিএম নেতাদের নিয়ে গড়ে তোলা একটি ট্রাস্টকে ৫ একর জমি দিয়েছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব। বামফ্রন্ট জমানার শেষ দিকে ২০১১ সালে এই জমি বণ্টন করা হয়েছিল। কিন্তু তৃণমূল সরকারের দু’বছরের মধ্যে জমির দলিল সিপিএমকে দেওয়া হয়নি। শনিবার বিমানবাবু বলেন, “কোথায় জমি তা চিহ্নিত করে দেওয়া হয়েছিল। পাঁচ একর জমির জন্য দু’দফায় মোট সাড়ে চার কোটি টাকাও দেওয়া হয়েছে। ব্যাঙ্কে এই টাকা থাকলে অনেক সুদ পাওয়া যেত। কিন্তু আজ পর্যন্ত জমির বৈধ অধিকার পাওয়া যায়নি।” পঞ্চায়েত ভোট মিটে গেলে এ ব্যাপারে দলের সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেবকে নিউটাউনের হিডকো অফিসে পাঠানো হবে বলে বিমানবাবু জানান।
কাল, সোমবার বিকেলে জ্যোতি বসুর জন্মশতবর্ষ অনুষ্ঠানের সূচনা হচ্ছে মহাজাতি সদনে। সকালে সিটু অফিস শ্রমিক ভবনেও জন্মশতবর্ষ পালন হবে। জ্যোতিবাবু চিরকাল দলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে চাইলেও কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি তা জানিয়ে বিমানবাবু বলেন, “দু’দিন আগে নজরুল মঞ্চের কর্তৃপক্ষ জানান, তাঁরা অনুষ্ঠান করতে দিতে রাজি। কিন্তু এত কম সময়ে ব্যবস্থা করা সম্ভব নয় বলেই মহাজাতি সদনে অনুষ্ঠান করা হচ্ছে।” কাল বিকেলে মহাজাতি সদনের সামনে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে বহু মানুষ ভিড় করবেন। তাই রাস্তায় যান চলাচলের অসুবিধা হতে পারে বলে বিমানবাবু জানান।
জ্যোতিবাবু বামফ্রন্টেরও অন্যতম নেতা ছিলেন। কিন্তু সোমবারের অনুষ্ঠানে কেবল সিপিএম নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়েছে বলে শরিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বিমানবাবু বলেন, “পঞ্চায়েত ভোটের মধ্যে অনুষ্ঠানের হচ্ছে। তাই পার্টির অনুষ্ঠানের পরেই সব বাম দলের প্রতিনিধিদের নিয়ে শতবার্ষিকী কমিটি গঠন করা হবে। তারাই সারা বছর অনুষ্ঠান করবে।”
|