কলকাতায় রাজনাথ, অনুপস্থিত দলীয় অনুষ্ঠানেই |
শহরে থাকলেও দলের সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহকে কোনও অনুষ্ঠানে নিয়ে যেতে না পারায় বিব্রত বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শনিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১২ তম জন্মদিন ছিল। সেই উপলক্ষে ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতি’ এ দিন চারুকলা ভবনের অবনীন্দ্র সভাগৃহে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আলোচনাসভা করে। এ দিন বিকেলেই কলকাতায় পৌঁছন রাজনাথ। কিন্তু তিনি ওই আলোচনাসভায় যাননি। ফলে অস্বস্তিতে পড়েছেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। অস্বস্তি এড়াতে রাজনাথের কলকাতা সফরের কথা গোপন রাখার চেষ্টা করেছেন তাঁরা।
বিজেপি সূত্রের খবর, কলকাতায় পৌঁছে রাজনাথ ব্যক্তিগত ভাবে পরিচিত এক ব্যক্তির পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি হোটেলে যান। রাতে ওই হোটেলেই থেকে রবিবার কলকাতা ছাড়ার কথা তাঁর। বিজেপি-র একাংশের বক্তব্য, শ্যামাপ্রসাদের জন্মভূমি কলকাতায় থেকেও তাঁর জন্মদিনের অনুষ্ঠানে রাজনাথের না যাওয়া শ্যামাপ্রসাদের আদর্শে অনুপ্রাণিত দলীয় সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই আশঙ্কায়
রাজনাথের কলকাতা সফর গোপন রাখার চেষ্টা হয়েছে দলীয় কর্মীদের কাছেই। বিষয়টি নিয়ে রাজনাথের বক্তব্য জানতে তাঁকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। অবনীন্দ্র সভাগৃহের অনুষ্ঠানে বক্তৃতা করেন বিজেপি নেতা তথাগত রায়, তপন সিকদার প্রমুখ। রাজনাথ এড়ালেও বিজেপি-র অন্য এক কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেন এ দিন শ্যামাপ্রসাদের জন্মদিন পালনের তিনটি অনুষ্ঠানে যোগ দেন। তবে বিকেলের আলোচনাসভায় তিনিও যাননি। তিনি দিল্লি ফিরে যান। |