এসজেডিএ দুর্নীতি
জেলাশাসককে জেরা করবে পুলিশের দল
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের আর্থিক দুর্নীতির মামলার ব্যাপারে তৎকালীন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গোদালা কিরণ কুমারকে জেরা করতে পুলিশের তদন্তকারী দল পাঠানো হল মালদহে। বর্তমানে গোদালা কিরণ কুমার মালদহের জেলাশাসক পদে কর্মরত। পুলিশ সূত্রের খবর, শুক্রবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের নির্দেশে ওই দল মালদহে পৌঁছেছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার কে জয়রামন বলেন, “এ যাবৎ তদন্তে বেশ কিছু তথ্য মিলেছে। কিছু নথিপত্রও রয়েছে। সে জন্য প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের সঙ্গেও কথা বলা হবে।” তবে এ দিন মালদহের জেলাশাসককে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তাঁকে জেরা করার জন্য কোনও মহল থেকে যোগাযোগ করা হয়নি।
গোদালা কিরণ কুমার।
—নিজস্ব চিত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসজেডিএ-এর এক প্রাক্তন শীর্ষ অফিসারের শ্যালকের নামও দুর্নীতি মামলায় উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে এসজেডিএ-এর অন্দরে। বর্তমান চেয়ারম্যান গৌতম দেব বলেছেন, “দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী কখনও আপস করেননি। আগামী দিনেও করবেন না। সে জন্যই মানুষ তাঁর উপরে ভরসা করেন।” প্রসঙ্গত, এসজেডিএ-এর প্রায় ৫০ কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র মৃগাঙ্কমৌলি সরকার, সপ্তর্ষি পাল, ঠিকাদার সংস্থার দুই কর্তা অজিত বন্দ্যোপাধ্যায়, শঙ্কর পাল সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যেই কংগ্রেস ও বামেদের তরফে কেন প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে জেরা করে গ্রেফতার করা হবে না সেই প্রশ্ন তোলা হয়েছে। এসজেডিএ-এর প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের অভিযোগ, “যে সব কাজ না-করে ঠিকাদার সংস্থা টাকা নিয়েছে তাতেু ইঞ্জিনিয়ররা নন, প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিকও যুক্ত। প্রাক্তন চেয়ারম্যান তথা শিলিগুড়ি তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যও দায় এড়াতে পারেন না।”
এ দিন ফের ১৪ দিনের জেল হেফাজত এসজেডিএ এর বাস্তুকার সপ্তর্ষিবাবুর। শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে মধুমিতা বসুর এজলাসে তোলা হয় তাঁকে। জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। পাশাপাশি, ঠিকাদার সংস্থার কর্ণধার অজিত বন্দোপাধ্যায় ও দেবব্রত বন্দোপাধ্যায়কেও এ দিন আদালতে তোলা হলেও মামলাটি বাতিল হয়ে যায়। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ৩১৮ ধারায় যে মামলাটি রয়েছে, সেই মামলায় জড়িত থাকা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সাব অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়র প্রবীণ কুমার জামিনের জন্য দার্জিলিং জেলা আদালতে আবেদন জানান। সেই কারণে মামলার মূল কাগজপত্র জেলা আদালতে যাওয়ায় এ দিন মামলাটি শিলিগুড়ি আদালতে বাতিল করা হয়। মামলা না ওঠায় ফের ১৪ দিনের জেল হেফাজতে ঠিকাদার সংস্থার কর্ণধার।
এসজেডিএ ও পুলিশ সূত্রের খবর, শিলিগুড়িতে তিনটি শ্মশানে বৈদুতিক চুল্লি বসানোর নামে প্রায় ২০ কোটি টাকা তুলে নিয়ে কোনও কাজ হয়নি বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে। মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজেও প্রায় সমপরিমাণ টাকা নয়ছয়ের অভিযোগ করেছে এসজেডিএ। ওই মামলায় নাম জড়িয়ে যাওয়ায় প্রাক্তন অজয় মৈত্র সহ বেশ কয়েকজন ঠিকাদারকে পুলিশ খুঁজছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.