বাংলার কোচ নিয়ে জট কাটাতে ডব্লিউ ভি রামনের সঙ্গে চূড়ান্ত কথাবার্তার দায়িত্ব নির্বাচক প্রধান দীপ দাশগুপ্তকে দিল সিএবি। যাবতীয় জটিলতা কাটিয়ে কর্নাটক ক্রিকেট সংস্থা আয়োজিত টুর্নামেন্টে বাংলার কোচ হিসাবে রামনই শেষ পর্যন্ত যাচ্ছেন। বাংলার নির্বাচক প্রধানও ওই সময় বেঙ্গালুরুতে থাকবেন ভারতের ওভার-১৯ দলের কোচিং করানোর জন্য। সিএবি কর্তাদের মনে হচ্ছে, দীপের সঙ্গে রামন সব কিছু নিয়ে খোলাখুলি কথা বলতে পারবেন। তবে এটাও ধরে নেওয়া হচ্ছে যে, চূড়ান্ত ওলটপালট না হলে রামনকেই আসন্ন মরসুমে বাংলার কোচ হিসেবে পাওয়া যাবে। কারণ তামিলনাড়ু ক্রিকেট সংস্থা থেকে কোনও রকম প্রস্তাব নাকি দেওয়া হয়নি রামনকে।
বাংলা কোচ হিসেবে রামনকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না, তা নিয়ে প্রবল ধোঁয়াশা তৈরি হচ্ছিল তামিলনাড়ু ক্রিকেট সংস্থা তাঁকে চেয়ে সিএবি-র কাছে অনুরোধ পাঠানোয়। জট কাটাতে রামনের সঙ্গে শুক্রবার একপ্রস্থ কথা বলে নেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। পরে দীপকে আলাদা দায়িত্ব দেওয়া হয় চূড়ান্ত কথাবার্তা বলার। একই সঙ্গে আসন্ন রঞ্জি মরসুমে বাংলার ‘ব্লু-প্রিন্ট’ কী হওয়া উচিত তা নিয়েও রামনের সঙ্গে কথা বলে নেবেন বাংলার নির্বাচক প্রধান। মইন-উদ-দৌল্লা বা বুচিবাবু টুর্নামেন্টে টিম পাঠানো হবে কি না, সেটাও ঠিক হবে।
এ দিন রাতে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “রামনের কোচিং নিয়ে বিতর্ক মনে হচ্ছে মিটে যাবে। দীপকে প্রেসিডেন্ট বলেছেন রামনের সঙ্গে চূড়ান্ত কথা বলতে।” কর্তাদের বক্তব্য, রামনের সঙ্গে কথা বলে তাঁদের মনে হয়নি তিনি বাংলা ছাড়তে চান বলে। বরং উল্টোটাই। আসন্ন রঞ্জি মরসুমের জন্য নাকি বেশ কিছু চিন্তা-ভাবনাও সেরে রেখেছেন রামন।
|