বৈঠকে সন্তুষ্ট আডবাণী
নির্বাচনে নেতা মোদীই, ফের বার্তা দিল সঙ্ঘ
ভোটের আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করা হলেও তাঁকে সামনে রেখেই যে বিজেপিকে এগোতে হবে, সে কথা লালকৃষ্ণ আডবাণীকে আরও একবার স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন আরএসএস নেতৃত্ব।
গোয়ায় মোদীকে প্রচার কমিটির প্রধান ঘোষণা করার পর ক্ষুব্ধ আডবাণী দলের পদ থেকে ইস্তফা দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। পরে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের হস্তক্ষেপে ইস্তফা প্রত্যাহার করেন তিনি। আডবাণীর ক্ষোভ কমাতে দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠকও করেন ভাগবত। এর পরে আজ নাগপুরে আডবাণীকে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেন মোহন ভাগবত এবং সঙ্ঘের আর এক নেতা ভাইয়াজি জোশী। বৈঠকে আডবাণীর বক্তব্য ছিল, ইশরাত জহান মামলার পর মোদীকে প্রধান মুখ হিসেবে তুলে ধরলে মেরুকরণ হবে। তা ছাড়া এমনিতেই মোদীর নামে বর্তমান শরিকরা সঙ্গ ছাড়ছে। মোদী থাকলে ভবিষ্যতে আরও সম্ভাব্য শরিককে হারাতে হতে পারে বলে মনে করেন এই প্রবীণ নেতা। একই সঙ্গে দলের সভাপতি রাজনাথ সিংহের অক্ষের বিরুদ্ধেও ক্ষোভ জানান আডবাণী।
সঙ্ঘ নেতৃত্ব অবশ্য আডবাণীকে জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটের আগে মোদীকে প্রধানমন্ত্রী ঘোষণা করা না হলেও তিনিই এখন সবথেকে জনপ্রিয়। ফলে তাঁকে সামনে রেখেই এগোতে হবে। লোকসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। তখন পরিস্থিতি কী হয়, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দলের ঐক্যের ছবি যাতে অটুট থাকে, সে ব্যাপারে সতর্ক সঙ্ঘ। সেই হিসেব মাথায় রেখেই গত কাল দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠকে সঙ্ঘের নির্দেশ মেনে আডবাণীর পাশে মোদীকে বসানো হয়। মোদীর ব্যাপারে আডবাণীর মতো নেতাদের ক্ষোভ কমাতে এখন মরিয়া সঙ্ঘ।
আগামী সপ্তাহেই মহারাষ্ট্রের অমরাবতীতে সঙ্ঘের বৈঠক শুরু হবে। সেখানে সঙ্ঘের পক্ষ থেকে যদি আরও পদক্ষেপ করা সম্ভব হয়, তা করা হবে। আডবাণী শিবিরের নেতাদের আশা, যে ভাবে ভাগবত নিজে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করছেন, তাতে সুরাহা মিলবে। তাঁদের বক্তব্য, ভোট মিটলে পরিস্থিতি কী দাঁড়ায়, তার ভিত্তিতে শরিকরা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, সে সব দেখেই নেতা স্থির করা হোক।
আজ সঙ্ঘ নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে ইস্তফা-পর্বের পর প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হন আডবাণী। বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনগুলিতে পরিবর্তন আনার ব্যাপারে সঠিক দিশায় এগোতে পারব আমরা। আমার আজকের নাগপুর সফরও সেই অর্থে বিজেপি ও দেশের রাজনীতির ক্ষেত্রে সদর্থক প্রমাণিত হবে।”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.