টুকরো খবর
এইমস নিয়ে লিখিত আবেদন চায় তৃণমূল
ভোটের মুখে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি ক্রমাগত চাপ বাড়ানোয় নিজেদের অবস্থানে কিছুটা হলেও পরিবর্তন করল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় পানিশালাতে যে জমির উপরে এইমস করার কথা বলেছে কংগ্রেস, তার পাশেই একটি জনসভা করেন। সেখানে এইমস নিয়ে তৃণমূলের অবস্থান কি, সেই প্রশ্ন ওঠে। মুকুলবাবু নিজে তখন কিছু না বললেও তাঁর কথাতেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য স্থানীয় বাসিন্দাদের বলেন, “এখানকার চাষিরা যদি স্বেচ্ছায় জমি দেওয়ার কথা লিখিত ভাবে মুখ্যমন্ত্রীকে জানান, তা হলে তিনি এই জমি অধিগ্রহণের কথা বিবেচনা করবেন বলে মুকুলবাবু জানিয়েছেন।” কিন্তু ওই লিখিত আবেদনে কোনও শর্ত রাখা চলবে কি না, তা নিয়ে কোনও মন্তব্য কেউই করেননি। কিন্তু এত দিন পরে এই কথা বলা হচ্ছে কেন? অমলবাবু বলেন, মুখ্যমন্ত্রী চান না কৃষিজমি নিয়ে হাসপাতাল করতে।’’ কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের অবশ্য বক্তব্য, “নির্বাচনের আগে সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র।”

হাসপাতালের নতুন উদ্যোগ
শুধুমাত্র অঙ্গ প্রতিস্থাপনের জন্য একটি পৃথক কেন্দ্র চালু করতে উদ্যোগী হয়েছে দুর্গাপুরের মিশন হাসপাতাল। এ জন্য অন্ডালের নির্মীয়মাণ বিমানবন্দর সংলগ্ন উপনগরী সুজলাম-এ ২ একর জমিও অধিগ্রহণ করেছে তারা। সেখানে কিডনি, লিভার, প্যানক্রিয়াস এবং অস্থিমজ্জা প্রতিস্থাপন হবে। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে মিশন হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু জানান, ১৫০ শয্যার ওই প্রস্তাবিত কেন্দ্রের জন্য আনুমানিক ব্যয় বরাদ্দ ২০০ কোটি টাকা। পরিষেবার মানের বিচারে সদ্য ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার্স (এনএবিএইচ)-এর স্বীকৃতি পাওয়া মিশন হাসপাতালের সম্প্রসারণের কাজও শুরু হয়েছে, জানান সত্যজিৎবাবু। তিনি বলেন, ‘‘২৫০ শয্যার হাসপাতালটি বাড়িয়ে ৪০০ শয্যার করা হচ্ছে। ওই একই ক্যাম্পাসে একটি পৃথক ক্যানসার হাসপাতালও চালু হতে চলেছে।”

ভাইরাল জ্বরের প্রকোপ দেখা দিয়েছে অন্ডালের দীর্ঘনালা গ্রামে। খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানানো হয়েছে, ১৫ দিনে ওই জ্বরে প্রায় দু’শো জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ৫০টি বাড়িতে এই রোগ ছড়িয়েছে। বাসিন্দাদের দাবি, এই রোগে আক্রান্ত হয়ে ২৪ জুন নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। অন্ডাল ব্লক স্বাস্থ্য আধিকারিক ধীমান মণ্ডল জানান, মেডিক্যাল টিম ৯০ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে। তাতে তাঁরা দেখেছেন, আবহাওয়ার তারতম্যেই এমন জ্বর। সংক্রমণ এড়াতে রোগীকে আলাদা রাখার জন্য মেডিক্যাল টিম প্রচার করছেন, জানান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.