টুকরো খবর
পরিষেবা চেয়ে স্মারকলিপি পুরপ্রধানকে
পরিষেবা সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে পুরপ্রধান প্রণব বসুর দ্বারস্থ হল কংগ্রেস। মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ড কংগ্রেসের নেতা-কর্মীরা বৃহস্পতিবার পুরপ্রধানকে স্মারকলিপিও দেন। স্থানীয় কংগ্রেস নেতা পার্থ ভট্টাচার্য বলেন, “নির্দিষ্ট কিছু দাবিই পুরপ্রধানকে জানিয়েছি। আশা করি, দাবিগুলো খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” কংগ্রেস নেতা-কর্মীদের বক্তব্য, সূর্য মজুমদার লেনে নিকাশি নালা দখল করে নির্মাণকাজ হচ্ছে। এতে পরবর্তীকালে সমস্যা হবে। সেই সঙ্গে এলাকার একটি ভ্যাট স্থানান্তর এবং মহানালা সংস্কারের দাবি জানানো হয়। জলের সংযোগ দেওয়ার জন্য জাল-সই কাণ্ডে এখনও কেন অভিযুক্ত দু’জন গ্রেফতার হল না, সেই প্রশ্নও তোলা হয় এ দিন। অবৈধ ভাবে জলের সংযোগ দেওয়ার জন্য পুরসভার স্ট্যাম্প এবং রসিদ জাল করার অভিযোগ ঘিরে এক সময় শোরগোল পড়েছিল মেদিনীপুরে। জলের সংযোগের জন্য বেশ কয়েকজনটাকা জমা দিলেও তা পুরসভার কোষাগারে জমা পড়েনি। ওই অর্থ আত্মসাৎ হয়েছে। এমন অভিযোগ এসেছিল ১৮ নম্বর ওয়ার্ড থেকে। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও করেন পুর-কর্তৃপক্ষ। চার জনের নামে অভিযোগ দায়ের হয়। দু’জন গ্রেফতার হন।

দ্রুত রেজাল্টের দাবিতে বিক্ষোভ
পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না। ফলে, ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন। প্রতিবাদে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় ডিএসও। দাবিপত্রও জমা দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন দীপক রায়, সিদ্ধার্থ ঘাঁটা। ডিএসও-র বক্তব্য, দু’মাস আগে স্নাতক পার্ট-৩ পরীক্ষা শেষ হয়েছে। অথচ, এখনও ফল বেরোচ্ছে না। মার্কশিট না থাকায় অনেকে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হতে পারছেন না। এ দিন বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ঋত্বিক গিরি, সমীরণ দাস, শান্তনু কুইল্যারা। ঋত্বিক ফিজিক্স অনার্সে মেদিনীপুর কলেজের ছাত্র। সমীরণ কেমিস্ট্রি অনার্সের খড়্গপুর কলেজে ও শান্তনু পিংলা কলেজের অঙ্ক অনার্সের ছাত্র। সকলেই পার্ট-৩ পরীক্ষা দিয়েছেন। এঁদের বক্তব্য, দ্রুত রেজাল্ট না বেরোলে অন্য বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিংয়ে যোগ দেওয়া যাবে না। উপাচার্য রঞ্জন চক্রবর্তী অবশ্য বলেন, “শীঘ্রই ফল প্রকাশ হবে। এ জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।” জানা গিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে। ১০-১২ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হতে পারে। শীঘ্রই দিন চূড়ান্ত হবে।

অতিরিক্ত পণ মেলেনি, বধূকে পিটিয়ে খুন
অতিরিক্ত পণ না মেলায় বধূকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির ছয় জনের বিরুদ্ধে। বুধবার দাঁতনের তররুই গ্রামের ওই ঘটনায় মৃতার স্বামী চন্দন ঘোষকে ধরেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মেদিনীপুর কোর্টে আনা হলে ১৪ দিন জেলহাজতের নির্দেশ হয়। বছর তিনেক আগে চন্দনের সঙ্গে বিয়ে হয় জ্যোতি গ্রামের মৌমিতা শীর। তাঁদের দেড় বছরের একমাত্র সন্তান শারীরিক প্রতিবন্ধী। মৌমিতার বাবা তপন শী বলেন, “ওরা ভালোবেসে বিয়ে করে। তা মেনে নিয়ে সাধ্যমতো টাকা, আসবাব ও গয়না দিয়েছিলাম। কিন্তু আরও পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা মৌমিতার উপর নির্যাতন চালাত।” মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি এসেছিল মেয়ে-জামাই। অভিযোগ, বুধবার সকালে তাপসবাবু বাজারে বেড়িয়ে যাওয়ার পর মৌমিতাকে মারতে মারতে তররুই গ্রামে নিয়ে আসে চন্দন। তাতেই গুরুতর আহত হন মৌমিতা। দুপুরে চন্দনের প্রতিবেশীরা মৌমিতাকে বেলদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জেলহাজতে স্বামী
এক তরুণী বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ জনকে জেল হেফাজতে পাঠাল আদালত। বৃহস্পতিবার ধৃতদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় রেল কোয়ার্টারে থাকতেন অনুপ্রীত কাউর (৩২)। মঙ্গলবার গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। অনুপ্রীতের দাদা পুলিশে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে বুধবার মৃতার স্বামী, শ্বশুর, দেওর এবং বৌদিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের পরবর্তী হাজিরার দিন ১৮ জুলাই।

ছাত্রীকে উত্ত্যক্ত, ধৃত যুবকের জেল
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ধৃত যুবকের জেল হেফাজতের নির্দেশ হল। বাপি মুর্মু নামে ওই যুবককে বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে হিজলি হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে বাপি উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। ওই কিশোরী জানায়, বাপি মাঝেমধ্যেই এমন আচরণ করত। সোমবার জোর করে মাথায় সিঁদুরও ঘষে দেয়। মঙ্গলবার তার বাবা পুলিশে লিখিত অভিযোগ জানান। বুধবার বাপিকে গ্রেফতার করে পুলিশ। ওই ছাত্রীর বাড়ি তালবাগিচায়। আর বাপি খড়্গপুর লোকাল থানার পূর্বপত্রীর বাসিন্দা। ধৃতকে ১৮ জুলাই ফের মেদিনীপুর সিজেএম কোর্টে হাজির করা হবে।

দোকানে চুরি
বুধবার গভীর রাতে বেলদার কোটিপতি রোড এলাকার এক মুদি দোকানে বড়সড় চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা নৈশপ্রহরীকে মারধর করে দোকানে ঢুকে আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকা নিয়ে পালায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.