প্রেসিডেন্ট হেনস্থায় রাষ্ট্রপুঞ্জে বলিভিয়া |
বলিভিয়ার প্রেসিডেন্ট এভো মোরালেসকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে এই অভিযোগ জানাল বলিভিয়া। মোরালেসের মস্কো-ফেরত বিমানে স্নোডেন আছেন, সেই সন্দেহে বুধবার ফ্রান্স, ইতালি, পর্তুগাল ইত্যাদি ইউরোপীয় দেশগুলির আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি প্রেসিডেন্টের বিমানকে। আমেরিকার নির্দেশেই এই অসহযোগিতা বলে দাবি লাতিন আমেরিকার দেশগুলির। বলিভিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার যা ঘটেছে, তা আগ্রাসনেরই নামান্তর। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। ফ্রান্স প্রথমে ঘটনাটি পুরোপুরি অস্বীকার করলেও আজ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। তবে হোয়াইট হাউস এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেনি।
পুরনো খবর: বিভীষিকার আকাশ -সফর বলিভিয়া প্রেসিডেন্টের
|
আগ্রাসী নির্মাণ ব্যবসার হাত থেকে রক্ষা পেল না ঐতিহাসিক স্থাপত্য। বুধবার পেরুর রাজধানী লিমা শহরের কাছে এল প্যারাইজো নামে একটি পিরামিড গুঁড়িয়ে গেল বহুতল নির্মাণকারী সংস্থার বুলডোজারের তলায়। ২০ ফুট উঁচু এল প্যারাইজো পেরুর সব চেয়ে পুরনো স্থাপত্য। ৪০০০ বছর আগে নির্মিত পিরামিডটি ইনকা-র চেয়েও পুরনো সভ্যতার নিদর্শন ছিল। দু’টি নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আটক হয়েছে যন্ত্রপাতিও। স্নোডেনের সমর্থনে জার্মান প্রধানমন্ত্রীর দফতরের সামনে মিছিল। বৃহস্পতিবার বার্লিনে।
|
ইশান রাওয়াল হত্যাকাণ্ডে ইনদওর পুলিশের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে ব্রিটেনের ‘ফরেন অ্যান্ড কমনওয়েলথ’ দফতর। বৃহস্পতিবার এ কথা জানালেন, দফতরের এক উচ্চপদস্থ অফিসার। গত ২২ জুন, বাবা-মায়ের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে মধ্যপ্রদেশ থেকে অপহৃত হয় বছর দশেকের ইশান। অপহরণের পর তাকে খুন করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে শান দাস নামে এক যুবককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ইশানের বাবা-মা’র দাবি, ঘটনায় শান ছাড়াও হাত রয়েছে আরও অনেকের।
|
উইলিয়াম ও কেটের প্রথম সন্তানের সঙ্গে একই দিনে সারা দেশে যত শিশু জন্মাবে, তাদের প্রত্যেককে একটি করে রৌপ্য মুদ্রা উপহার দেওয়া হবে। প্রায় আড়াই হাজার টাকা মূল্যের এই মুদ্রাগুলিতে ‘২০১৩’ খোদাই করা থাকবে। রাজপরিবারের চিহ্নস্বরূপ রাজকীয় ছাপও থাকবে মুদ্রায়। মুদ্রাটি পাওয়ার জন্য, শিশুর জন্মের ৬০ দিনের মধ্যে জন্মের শংসাপত্র-সহ অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে বাবা-মায়েদের।
|