|
|
|
|
|
এ বার ফিল্মেশঙ্কুও |
তাঁর বাড়ি রজনী সেন রোড নয়, গিরিডিতে। তাঁর বেড়ালের নাম নিউটন। ফেলুদার পর এ বার বাংলা
সাহিত্যের
অমর বিজ্ঞানীও চলে এলেন চলচ্চিত্রে। শ্যুটিং শুরু আর ন’মাস পরেই। পরিচালনায় স্বয়ং স্রষ্টার পুত্র।
খবর দিচ্ছেন ইন্দ্রনীল রায় |
তাহলে প্রফেসর শঙ্কুর চরিত্রে কে অভিনয় করছেন? নাসিরুদ্দিন শাহ নাকি অনুপম খের?
“এঁদের মধ্যে কেউ নন। আমি যে শঙ্কু করতে চলেছি, তাতে শঙ্কুর চরিত্রে অভিনয় করবে কোনও বাঙালি অভিনেতা,” বৃহস্পতিবার বিকেলে বিশপ লেফ্রয় রোডের সেই বিখ্যাত বাড়িতে লাল চা খেতে খেতে বলছিলেন সন্দীপ রায়।
হ্যাঁ, অবশেষে প্রফেসর শঙ্কুকে নিয়ে ছবি বানানোর ব্যাপারে রাজি হয়ে গিয়েছেন সত্যজিৎ-পুত্র। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্যুটিং শুরু হচ্ছে আর মাত্র ন’মাসের মধ্যে।
“হ্যাঁ, অবশেষে রাজি হয়ে গেলাম শঙ্কু বানাতে। পরের মাসে একটা ছবি শুরু করব। তার পর জানুয়ারি মাসে আবিরকে নিয়ে ‘বাদশাহী আংটি’ শেষ করেই এপ্রিল মাস থেকে শঙ্কুর শ্যুটিং,” খবরটা আনন্দplus-এ ব্রেক করে বললেন সন্দীপ রায়।
ফেলুদার ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ এবং ‘যেখানে ভূতের ভয়’য়ের মতো এই ছবিটাও যৌথভাবে প্রযোজনা করছেন ভেঙ্কটেশ ফিল্মস্-এর শ্রীকান্ত মোহতা ও সুরিন্দর ফিল্মসের নিসপাল সিংহ রানে।
এমনকী বিকেলে সন্দীপ রায় যখন তাঁর ড্রয়িং রুমে খবরটা ব্রেক করছেন, তখন তাঁর পাশের সোফায় বসে প্রযোজক নিসপাল রানে।
“বাবুদা (সন্দীপ রায়)-র সঙ্গে কাজ করা ইজ আ রিয়েল প্লেজার। ওঁর আগামী তিনটে ছবি প্রোডিউস করছি। সন্দীপ রায় নামটার কী সাঙ্ঘাতিক টান সেটা আমরা জানি। আর প্রফেসর শঙ্কুর প্রথম ছবি প্রোডিউস করতে পেরেও আমরা গর্বিত,” বলছিলেন কোয়েল মল্লিকের স্বামী ও ছবির প্রযোজক নিসপাল।
তা এত বছর কেন শঙ্কুকে নিয়ে ছবি বানাননি আপনি?
“বানাইনি তার কারণ টেকনোলজি সেই রকম উন্নত মানের ছিল না। শঙ্কুর ছবিতে প্রচুর স্পেশাল এফেক্টসের দরকার। আজকে কম্পিউটার গ্রাফিক্স এত অ্যাডভান্সড হয়ে গিয়েছে যে শঙ্কুকে নিয়ে ছবি বানাতে আর কোনও অসুবিধা নেই,” সাফ জানাচ্ছেন পরিচালক। |
হ্যাঁ, অবশেষে রাজি হয়ে গেলাম। এপ্রিল মাস
থেকে শুরু করব শঙ্কুর শ্যুটিং
সন্দীপ রায় |
|
তা কোন গল্প দিয়ে শুরু হবে শঙ্কুর সিনেমা যাত্রা? “আমার তো খুব ইচ্ছে ‘এক শৃঙ্গ অভিযান’ বানানোর। কিন্তু এখনও ঠিক করিনি। ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ও আমার খুব প্রিয় গল্প। আর কিছু দিনের মধ্যেই ঠিক করব কোন গল্পর ওপর ছবি হবে,” বলছেন সন্দীপ।
শঙ্কুর ওপর গল্প নিয়ে ছবি প্রযোজনা করতে পেরে খুশি শ্রীকান্ত মোহতাও। “এটা একটা বিরাট দায়িত্ব। প্রফেসর শঙ্কু বাঙালির খুব প্রিয় এক চরিত্র। দারুণ মন দিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে,” বললেন শ্রীকান্ত।
২১ রজনী সেন রোডের এক গোয়েন্দার কাহিনি, সিনেমা ও বইতে বাঙালিকে মুগ্ধ করে রেখেছে বহু বছর।
এ বার দেখার, গিরিডির ত্রিলোকেশ্বর শঙ্কু বই থেকে বেরিয়ে সিনেমার পর্দায় কী আবিষ্কার করেন।
|
শঙ্কুর খোঁজে
আপনার মতে যে অভিনেতা
প্রফেসর শঙ্কুর চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবেন তাঁর সম্ভাব্য নাম লিখে
পাঠান এই অ্যাড্রেসে।
anandaplus@abp.in আপনাদের মেল পৌঁছে দেওয়া হবে সন্দীপ
রায়
ও প্রযোজক সংস্থা ভেঙ্কটেশ ও সুরিন্দর ফিল্মস-এর কাছে। নামের সঙ্গে মিললে
আপনার নাম প্রকাশ করা হবে।
সূত্র- অভিনেতাকে হতে হবে বাঙালি |
|
|
|
|
|
|