টুকরো খবর |
প্রয়াত অমর রায় প্রধান
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
|
অমর রায় প্রধান।
—নিজস্ব চিত্র। |
প্রয়াত হলেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান। বুধবার বিকালে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে তিনি মারা যান। গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হলদিবাড়ি থেকে এনে নার্সিংহোমে ভর্তি করানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি তিন দফায় বিধায়ক এবং আট বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তাঁর দুই পুত্র বর্তমান। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে হলদিবাড়ির বাড়িতে টেলিফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। বামফ্রন্টের তরফেও শরিক নেতারা শোক প্রকাশ করেন। ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সম্পাদক অশোক ঘোষও টেলিফোন প্রয়াত নেতার পরিজনদের সমবেদনা জানান। অশোকবাবু বলেন, “অমরবাবু দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সারা জীবন তিনি নেতাজীর আদর্শকে ধরে রেখে কাজ করে গিয়েছেন।” ১৯৩০ সালের ১৫ অগস্ট জলপাইগুড়ি জেলার বড়শশী গ্রামে অমরবাবুর জন্মগ্রহণ করেন। জলপাইগুড়ি এবং কোচবিহারে বিভিন্ন স্কুলে তিনি পড়াশুনো করেন।
তিনি বেরুবাড়ি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তাঁকে বহুবার জেলে যেতে হয়। ১৯৬২, ১৯৬৭ এবং ১৯৬৯ সালে তিনি পরপর তিন বার মেখলিগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৭৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি পরপর আট দফায় কোচবিহারের সাংসদ ছিলেন। শেষ জীবনে তিনি রাজনীতি থেকে কিছুটা দূরেই থাকতেন। বড় ছেলে অশোক রায় প্রধান রিজার্ভ ব্যাঙ্কের কর্মী। ছোট ছেলে অর্ঘ্য রায় প্রধান তৃণমূলের তুফানগঞ্জের বিধায়ক। আজ, বৃহস্পতিবার হলদিবাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
|
চুরির জন্য খুন করে গ্রেফতার ৪
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মোটরবাইক ছিনতাইয়ের ছক কষেই পসারিরহাটে তৃণমূল কর্মী মনিক রায়কে গুলি করে খুন করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ৩১ মে পসারিরহাটে কোচবিহার-গোসানিমারি রাস্তায় বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর গুলিতে খুন হন মোবাইল সংস্থার কর্মী মনিকবাবু। তাঁর বাইকটি খোয়া যায়। তদন্তে নেমে সোমবার এবং মঙ্গলবার চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম অর্জুন মন্ডল, বসির আলি, উত্তম সিংহ ও হাকিম হক। তাদের সকলেরই বাড়ি কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। প্রথম তিনজন বাইক ছিনতাই করে গুলি করে খুনের ঘটনায় জড়িত। তারা বাইকটি হাকিম হককে ২২ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেন। বাইকটি হাতবদলে পরে বাংলাদেশে পাচার করা হয়। ওই টাকা উদ্ধারের পাশাপাশি ধৃতদের কাছ থেকে একটি দেশি রিভলবার এক রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “বাইক ছিনতাই করার জন্য গুলি করে ওই ব্যক্তিকে খুন করা হয়। চার জনকে গ্রেফতার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। ঘটনাটির সঙ্গে রাজনৈতিক যোগসূত্র মেলেনি।” তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পুলিশ কী বলেছে জানি না। ফরওয়ার্ড ব্লকের লোকজনই মনিককে খুন করেছে।” ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অক্ষয় ঠাকুর বলেন, “তৃণমূল ভিত্তিহীন অভিযোগে বিভ্রান্তি ছড়ায়। পুলিশের তদন্তে তা স্পষ্ট হয়েছে।”
পুরনো খবর: কোচবিহারে খুন তৃণমূল কর্মী
|
ছাত্রী ধর্ষণে অভিযুক্তের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
দুই বার রক্ত দেওয়ার পরও কেন্দপুকুরে ধর্ষিতা একাদশ শ্রেণির আদিবাসী ছাত্রীর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়নি। মালদহ মেডিক্যাল কলেজের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ওই ছাত্রী কেঁদেই চলেছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তক্ষরণ বন্ধ হলেও মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে কয়েকদিন লাগবে। ধর্ষিতা ছাত্রীর দিদির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ কেন্দপুকুর থেকে প্রশান্ত দে নামে এক যুবককে ধরে। বুধবার ওই ধৃত যুবককে আদালতে তোলা হলে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবাশিস বিশ্বাস অভিযুক্তের জামিন নামঞ্জুর করে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠিয়েছেন। ওই আদালতের এপিপি দীপেন কুমার চৌধুরী জানান, ১৭ জুন ধৃতকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আবেদন করেনি কেন? এই ব্যাপারে জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন পুলিশ হেফাজতে নেব? যদি কোনও কিছু খুঁজে বার করা কিংবা আরও কাউকেই ধরার প্রয়োজন হয় তখন পুলিশ হেফাজতে নিয়ে জেরা হয়। এখানে ওই ছাত্রীকে একজনই ধর্ষণ করেছে। সেই কারণে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি।” এ দিন দুপুরে ডিএসপি, ইংরেজবাজার থানার আইসি ও এক মহিলা অফিসার মেডিক্যাল কলেজ হাসপাতাল গিয়ে অভিযোগকারিণীকে জেরা করেন। পুলিশের দাবি, ওই ছাত্রীটি স্কুল ছুটির পর স্বেচ্ছায় প্রশান্ত দে-র গাড়িতে উঠেছিল বলে স্বীকার করে। গাড়িতে ওঠার পরই প্রশান্ত ছাত্রীটিকে মাদক মেশানো চকলেট খাওয়ায়। তার পরে ছাত্রীটি বেহুঁশ হলে প্রশান্ত তাকে ধর্ষণ করে স্কুলের পিছনের মাঠে রেখে পালিয়ে যায়। ধর্ষিতা পুলিশের কাছে জানায়, প্রশান্ত গাড়ি চালাচ্ছিল। গাড়িতে আর কেউ ছিল না। প্রশান্তের দাবি, “মিথ্যে অপবাদ। তদন্ত হলেই আসল ঘটনা পুরো স্পষ্ট হয়ে যাবে।”
|
বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বিয়ের টোপ দিয়ে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে বিধুনাথ পাহান নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। তাঁর বিরুদ্ধে আসামাজিক কাজের অভিযোগ আছে বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হলে বিচারক সুমনা গড়াই তাঁর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ওসি দিলীপ রায়ের দাবি, “ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে।” তিনি জানান, তিন মাস আগে কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা ট্রেজারি দফতরের আধিকারিকের সরকারি আবাসনে চুরির অভিযোগে বিধুনাথকে ধরেছিল পুলিশ। এক মাস আগে তিনি জামিনে ছাড়া পান। পুলিশ জানিয়েছে, স্থানীয় ১৪ বছর বয়সী ওই কিশোরী অষ্টম শ্রেণির পড়ুয়া। কিছু দিন বিধুনাথের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ২৬ জুন সন্ধ্যায় ওই কিশোরী হেঁটে মিশন মোড় এলাকারই বাসিন্দা এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। সেই সময় ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বাইকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কিশোরীকে এক সপ্তাহ ধরে এক আত্মীয়ের ফাঁকা বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে বলে নালিশ। কিশোরীর পরিবারের তরফে প্রথমে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনা জানায়। এর পর কিশোরীর মা বিধুনাথের নামে কর্ণজোড়া ফাঁড়িতে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই কিশোরীর মা বলেন, “আমার মেয়ে সহজ সরল প্রকৃতির। যে ওর এতবড় সর্বনাশ যে করল তার কঠোর শাস্তির দাবি করেছি।”
|
ব্যালটে ভুল, ভোট স্থগিত ভোটকর্মীদের
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ব্যালট পেপারে দুই প্রার্থীর নামের পাশে দলীয় প্রতীক ভুল ছাপার কারণে উত্তর দিনাজপুরের ইটাহার পঞ্চায়েত সমিতির একটি আসনে ভোটকর্মীদের ভোটদান পর্ব স্থগিত করে দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় এ কথা জানান অতিরিক্ত জেলাশাসক সোনম ওয়াংদি ভুটিয়া। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিন থেকে জেলার ৯টি ব্লকের বিডিও অফিসে বিভিন্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দা ভোটকর্মীদের ভোটদান পর্ব শুরু হয়েছে। চলবে ৫ জুন পর্যন্ত। এ দিন ইটাহার বিডিও অফিসে ইটাহার পঞ্চায়েত সমিতির ৩২ নম্বর আসনে স্থানীয় জয়হাট গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকজন বাসিন্দা তথা ভোটকর্মী ভোট দিতে যান। ভোটকক্ষে ঢোকার পরে প্রশাসনিক আধিকারিকেরা তাঁদের হাতে ব্যালট পেপার তুলে দিলে তাঁরা দেখতে পান, ওই আসনের কংগ্রেস প্রার্থী পারুল চৌধুরীর নামের পাশে সিপিএমের কাস্তে-হাতুড়ি প্রতীক ও সিপিএম প্রার্থী জয়শ্রী রায় মন্ডলের নামের পাশে কংগ্রেসের হাত প্রতীক ছাপা রয়েছে। সঙ্গে সঙ্গে ভোটকর্মীরা বিষয়টি ব্লক প্রশাসনের কর্তাদের জানান। ভোটকর্মীদের একাংশের মাধ্যমে স্থানীয় সিপিএম নেতারা বিষয়টি জানতে পেরে ব্লক প্রশাসনের কর্তাদের কাছে ভোটদান স্থগিত করে দেওয়ার দাবি জানাতে থাকেন। ব্লক প্রশাসনের তরফে এরপর জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। এর পরে জেলা প্রশাসনের নির্দেশে ওই আসনে ভোটদান পর্ব স্থগিত করে দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসক বলেন, “ব্যালট পেপারে দুই প্রার্থীর প্রতীক ভুল ছাপার কারণে ভোটদান পর্ব স্থগিত করে দেওয়া হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রাকের ধাক্কায় মোটর বাইক আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের অশোকপল্লি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপ দাস (৩৫)। তাঁর বাড়ি রায়গঞ্জের ছত্রপুর এলাকায়। এ দিন ওই ব্যক্তি কাজ সেরে রায়গঞ্জ থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। অশোকপল্লি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক নিয়ে উল্টে পড়েন। একটি ট্রাক তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায়।
|
খুন, ধৃত কংগ্রেসকর্মী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
জমি বিবাদে এক সিপিএম সমর্থক খুনের ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত গোলাম মুস্তাফা ওই এলাকারই বাসিন্দা। গোলাম কংগ্রেস সমর্থক। মঙ্গলবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। পরে তা রাজনৈতিক রূপ নেয়। কংগ্রেস ও সিপিএম এর সমর্থরকেরা একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। এতে মহম্মদ সুলতান (৫০) নামে এক জনের মৃত্যু হয়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “এক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
|
অস্ত্র-সহ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
দুটি পিস্তল-সহ এক জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ইসলামপুর থানার অমলঝাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম করম আলি। বাড়ি বিহারের কিসানগঞ্জের পুরোনো খাগরা এলাকায়। বাসিন্দারা করম আলিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেন।
|
উল্টো রথে স্মারক
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মদনমোহন মন্দিরে ভক্তদের দেওয়া রূপো গলিয়ে স্মারক বিক্রি পরিকল্পনা নিয়েছে কোচবিহার দেবত্তোর ট্রাস্ট বোর্ড কর্তৃপক্ষ। ৫ গ্রাম ১০ গ্রাম ও ২০ গ্রামের স্মারক করা হচ্ছে। তাতে মদনমোহন, তারামা, মা ভবানী’র মত দেবদেবীর ছবি থাকবে। উল্টো রথের দিন থেকে ওই স্মারক বিক্রি শুরু হবে। রথযাত্রার দিন থেকে মদনমোহনের মন্দিরে নাম নথিভুক্ত করা হবে।
|
বাস উল্টে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে দু’জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ১৬ জন। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনী এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত জয় লাহা (১৭) এবং আসান মুর্র্মু (২০)। জখম যাত্রীদের মধ্যে ৪ জন মহিলা ও ২ জন পুরুষকে বালুরঘাট হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
|
মৃত বাইক-আরোহী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার করণদিঘির নাজির সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শেখ বরজাহান (১৮)। বাড়ি করণদিঘির শালিহাল এলাকাতে। বন্ধু আকবর আলিকে সঙ্গে নিয়ে নাজির থেকে করণদিঘি যাওয়ার পথে একটি ট্রাক মোটর বাইকটিকে ধাক্কা মারে।
|
তছরুপে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পাসপোর্টের আবেদনকারীদের জমা দেওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা তছরুপের অভিযোগে কোচবিহার জেলাশাসকের দফতরের এক অবসরপ্রাপ্ত কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পাসপোর্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান। রাতেই ধরা হয় স্বপন গুহকে। |
|