উদয়ন গুহের জন্য জামিন চাইবে না ফরওয়ার্ড ব্লক
তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত দলের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবে না বলে জানাল ফরওয়ার্ড ব্লক। বউধবার দলের তরফে দিনহাটায় ওই সিদ্ধান্ত জানিয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব হুমকি দিয়েছেন, উদয়নবাবুকে গ্রেফতার করা হলে দিনহাটায় আগুন জ্বলবে। ওই সভা থেকে জানানো হয়, ১১ জুলাইয়ের পরে উদয়নবাবু কোচবিহার জেলায় ঢুকবেন। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ অবশ্য এসব নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
ফরওয়ার্ড ব্লকের বক্তব্য, ১৫ জুন দিনহাটার খট্টিমারিতে তৃণমূল কর্মী রতন বর্মন খুনের ঘটনায় এলাকার বিধায়ক তথা দলের জেলা সম্পাদক উদয়ন গুহ সহ ৬০ জন বাম নেতা কর্মীর বিরুদ্ধে সাজানো অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার দিন সকালে দিনহাটার বিধায়ক উদয়নবাবু কোচবিহারে যান। সেখানে বামফ্রন্টের বৈঠকে যোগ দেওয়ার পর দুপুরে সাংবাদিক বৈঠক করেন।
খট্টিমারিতে যখন ওই খুনের ঘটনা ঘটে, তখন উদয়নবাবু কলকাতাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসে ছিলেন বলে দলের নেতারা দাবি করেছেন। তার পরেও পুলিশ তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। কোচবিহার জেলা আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষ উচ্চ আদালতে আবেদন জানানোর বদলে রাজনৈতিক ভাবে বিষয়টির মোকাবিলার পরামর্শ দেন বলে দল সূত্রের খবর। এর পরে ৩০ জুন দলের রাজ্য সম্পাদকমন্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্চ আদালতে আবেদন জানানো হবে না।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অক্ষয় ঠাকুর বলেন, “উদয়ন গুহ পালিয়ে গিয়েছেন বলে বিরোধীরা অপপ্রচার করছে। উনি কি দোষ করেছেন যে পালিয়ে থাকবেন? দল তাঁকে হাওড়া-হুগলিতে প্রচারের দায়িত্ব দিয়েছে। উনি সেই দায়িত্ব মেনে কাজ করছেন। ১১ জুলাইয়ের পরে উনি যে কোন দিন দিনহাটায় ঢুকবেন।”
তাঁর হুঁশিয়ারি, “হিম্মত থাকলে পুলিশ ওঁকে গ্রেফতার করুক। তা হলে জেলায় অবরোধ করে অচল করে দেওয়া হবে। দিনহাটায় আগুন জ্বলবে। গ্রেফতারের খবর পেলে দলের সকলে হাতের কাছে যা পাবেন তা নিয়ে অবরোধ সামিল হবেন।”
ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী মহিলা সমিতির কোচবিহার জেলা সম্পাদক নূরনাহার বেগম, কোচবিহারের ফরওয়ার্ড ব্লক সাংসদ নৃপেন রায়, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী সিপিএম নেত্রী শিখা আদিত্যও উদয়নবাবুকে গ্রেফতার করা হলে বড় মাপের আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.