দিনহাটায় তৃণমূল কর্মী খুন মামলায় অভিযুক্ত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহের আগাম জামিন আবেদন খারিজ করল জেলা আদালত। বৃহস্পতিবার কোচবিহার জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ চট্টোপাধ্যায়ের এজলাশে উদয়নবাবুর আগাম জামিনের আর্জির শুনানি হয়। উদয়নবাবু এ দিন কোর্টে উপস্থিত ছিলেন না। দলীয় সূত্রে জানা যায়, তিনি এখন কলকাতায়।
গত ১৫ জুন দিনহাটার খট্টিমারি এলাকায় তৃণমূলের বাইক বাহিনীর সঙ্গে বাম কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। রতন বর্মন নামে এক তৃণমূল সমর্থকের মৃত্যু হয়। দিনহাটা থানায় বিধায়ক উদয়ন গুহ-সহ ৬০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এর পর অভিযুক্তদের তালিকায় থাকা ফরওয়ার্ড ব্লক নেতা তথা জেলা পরিষদের বিদায়ী সহকারি সভাধিপতি মণীন্দ্র বর্মন-সহ ১৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ফরওয়ার্ড ব্লকের দাবি ধৃতদের ৯ জন তাদের এবং ৪ জন সিপিএম কর্মী সমর্থক। ২১ জুন কোচবিহার জেলা আদালতে শুধুমাত্র উদয়নবাবুর আগাম জামিনের আর্জি জানানো হয়। উদয়নবাবুর আইনজীবী পার্থপ্রতিম সেনগুপ্ত এ দিন বলেন, “উদয়নবাবুর বিরুদ্ধে খুনের মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। এ বার আমরা উচ্চ আদালতে যাচ্ছি।”
ফব রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অক্ষয় ঠাকুর কলকাতা গিয়ে হাইকোর্ট -এ উদয়নবাবুর আগাম জামিনের আর্জির প্রক্রিয়া শুরু করেছেন। দলের এক জেলা নেতার কথায়, “সাজানো অভিযোগ খতিয়ে না দেখেই পুলিশ খুনের মামলা রুজু করেছে। আদালতে মামলার নথিও জমা দিয়েছে। উচ্চ আদালতে শুনানি হয়ে গেলে, জেলা আদালতে জামিনের আর্জি জানানোর সুযোগ পাওয়া যেত না। তাই জেলা আদালতে জামিনের আর্জি জানাই।”
মোবাইল বন্ধ থাকায় উদয়নবাবুর বক্তব্য জানা যায়নি। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক সরকার, দিনহাটা জোনাল সম্পাদক মণ্ডলীর সদস্য বিশু ধর বলেন, “উচ্চ আদালতে উদয়নবাবুর আবেদন মঞ্জুর হবে বলে আমরা আশাবাদী।” তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক আব্দুল জলিল আহমেদ জেলা আদালতের এদিনের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, “জামিনের আবেদন খারিজ হওয়া প্রত্যাশিতই ছিল। উচ্চ আদালতেও উদয়নবাবুর জামিন খারিজ হবে বলে আশা করছি।”
|